নিজেকে নিয়ে কিছু একটা লেখার চেষ্টা, এখোনো করে যাচ্ছি . . .
গদ্য রচনা করার প্রত্যয়ে
মস্তিকের নার্ভগুলো ছিড়ে যাবার উপক্রম
কবিতা লেখার সংকল্পে
জটিল শব্দ, বাক্যের জটিলতায় হুমকির মুখে
গল্প বানানোর ব্যস্ততায়
সৃষ্টিশীল চিন্তার অভাবে হাপিত্যেশ
নাকট রচানার ভুমিকায়
ঘঁটনা সমন্বয়ের অগোছালো ভাব
তুমি কি জান,
এ সবই তোমার জন্য
তোমাকে নিয়েই আমার যত রচনা
তোমাকে নিয়েই আমার যত সৃষ্টি
'কিন্ত' যখন বাধ সেজে আছে
সেই 'কিন্তু'র প্রতিউত্তর তুমি
কিন্তু মানেই তুমি
তোমার জন্যই হয়ে উঠেনা কিছু
তোমার ভালবাসার অস্তিত্বের সন্ধানে
আমার সারা জীবনের এ পথ চলা
কোথাও তোমার দেখা নাই
তবুও তোমাকে ভাবি
তোমাকে চিনি
তোমাকেই ভালবাসি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।