আমাদের কথা খুঁজে নিন

   

যুক্তরাজ্য-বাংলাদেশ ই-বাণিজ্য মেলা সম্পন্ন

গণমাধ্যমকর্মী, চেয়ারম্যান - উন্নয়নের জন্য প্রচারাভিযান, সদস্য সচিব - সম্মিলিত জলাধার রক্ষা আন্দোলন।
লন্ডনে অনুষ্ঠেয় যুক্তরাজ্য-বাংলাদেশ ই-বাণিজ্য মেলা সফলভাবে সম্পন্ন হয়েছে। সোমবার তিনদিনব্যাপি এই মেলার সমাপনী দিনেও দর্শনার্থীদের উপস্থিতি ছিল অনেক। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। স্থানীয় দ্য মিলেনিয়াম গ্লুচেষ্টার হোটেলে আয়োজিত এ মেলার আয়োজক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়, বাংলাদেশ হাই কমিশন লন্ডন ও তথ্যপ্রযুক্তি বিষয়ক ম্যাগাজিন কমপিউটার জগৎ।

সোমবার সন্ধ্যা ৬ টায় আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, বাংলাদেশে ১৯৯৩ সালে ই-বাণিজ্যের সূচনা হয়। তবে নানা কারণে এই দীর্ঘ সময়েও আমরা ই-বাণিজ্যে সফল হতে পারি নি। তবে এখন সময় পাল্টে গেছে। আমরা থ্রিজি চালু করেছি। পেমেন্ট সমস্যার সমাধানে বিকাশসহ বিভিন্ন প্রতিষ্ঠান কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

দেশে ৪০ মিলিয়নের অধিক জনগন ইন্টারনেট ব্যবহার করে। এর মধ্যে অধিকাংশ হলো তরুণ-তরুণী। এদের মাধ্যমেই দেশ প্রযুক্তিক্ষেত্রে দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে। [সময়ের অভাবে পুরোটা দিতে পারেনি বলে দু:খিত। পুরো সংবাদটা এখানে-]
 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।