পাশাপাশি এ সরকারে মেয়াদ শেষ হওয়ার আগেই দেয়া হবে মহার্ঘ্য ভাতার ঘোষণা।
বৃহস্পতিবার সচিবালয়ে গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নের সঙ্গে এক বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ কথা বলেন।
মুহিত বলেন, “চলতি অর্থবছরের বাজেটেই আমি স্থায়ী পে কমিশন গঠনের ঘোষণা দিয়েছিলাম। আগামী মাসেই সেটি ঘোষণা করা হবে। ”
সরকার পে কমিশনের সঙ্গে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য মহার্ঘ্য ভাতাও ঘোষণা করবে কি না জানতে চাইলে মুহিত বলেন, “হ্যাঁ, মহার্ঘ্য ভাতাও দেয়া হবে।
... আমরা তো আরো কিছুদিন আছি। আমাদের আমলেই মহার্ঘ্য ভাতা দিয়ে যাব। ”
বর্তমানে দেশে সরকারি কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা ১৩ লাখ। এর মধ্যে চাকরিতে সক্রিয় আছেন প্রায় ১১ লাখ। সর্বশেষ ২০০৯ সালের ১ জুলাই সরকারি চাকুরেদের বেতন-ভাতা বাড়ানো হয়।
গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নের চেয়ারম্যান মো. মোস্তফা কামাল, মহাসচিব এম এ আলীমসহ অন্য নেতারা অর্থমন্ত্রীর সঙ্গে এই বৈঠকে এই উপস্থিত ছিলেন। তারা মন্ত্রীর কাছে বেতন-ভাতা বৃদ্ধি, রেশন ও অবসরকালীন আর্থিক সুবিধার দাবি জানান।
জবাবে অর্থমন্ত্রী তাদের বলেন, সরকারের শেষ সময়ে এসে সব দাবি পূরণ করা কঠিন। তবে দুয়েকটি দাবি সরকার বিবেচনা করবে।
মন্ত্রিসভার অনুমোদন পাওয়া আর্থিক প্রতিবেদন আইন-২০১৩ এর বিল সংসদের এ অধিবেশনেই উপস্থাপন করা হবে বলেও মন্ত্রী জানান।
তবে একটি মহল আইনটি পাসের বিরোধিতা করছে বলেও জানান তিনি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।