কবি সরদার ফারুক এর (কাব্য গ্রন্থ) 'উন্মাদ ভূগোল' ই-বই প্রকাশিত হয়েছে কালবেলা ডট কম থেকে। এক বন্ধু বলেছিল: কবিতা এখন একটা মৃত শিল্প। লোকজন কবিতা পড়ে না, মাগনা দিলেও লোকে কবিতা পড়ে না আজকাল। ভাইয়া, এখন গল্প উপন্যাসের যুগ...। তার উদ্দেশ্যে বলছি: লোকে এখনও কবিতা পড়ে, কালবেলার ই-বই, কবি সরদার ফারুকের 'উন্মাদ ভূগোল' ২৪ ঘণ্টায় সাড়ে তিনশ'র বেশী পাঠক ডাউনলোড করেছেন। তারা নিশ্চয়ই পড়ার জন্যই ডাউনলোড করেছেন... কবির অন্যান্য প্রকাশিত কাব্য গ্রন্থ: ১. আনন্দ কোথায় তুমি ২. পড়ে আছে সমুদ্র গর্জন আর এবারের একুশে বই মেলায় প্রকাশিত হবে - দীপালি অপেরা । কবি সরদার ফারুক এর (কাব্য গ্রন্থ) 'উন্মাদ ভূগোল' আপনাদের সাথে শেয়ার করলাম ই-বইটির লিঙ্ক ও প্রচ্ছদ। আপনাদের মতামত আশা করছি। সাবাইকে শুভেচ্ছা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।