ছোটদের জন্য টিভি রিপোর্টিং ও নিউজ প্রেজেন্টশন বিষয়ক কর্মশালার আয়োজন করেছে - 'ছোটরাই'। ৮ থেকে ১৮ বছর বয়সী শিশু-কিশোররা এই কর্মশালায় অংশ নিতে পারবে। কর্মশালা পরিচালনা করবেন চ্যানেল আইয়ের সিনিয়র রিপোর্টার মাহবুব মতিন। আর প্রশিক্ষণ দেবেন জনপ্রিয় টিভি রিপোর্টার সুপন রায়, তুষার আবদুল্লাহ (সিএসবি), শাহনাজ মুন্নী (এটিএন বাংলা), মানস ঘোষ (এটিএন বাংলা), শারমিন রিনভী (বাংলাভিশন), জনপ্রিয় নিউজ প্রেজেন্টার অপু মাহফুজ (চ্যানেল আই), রাশেদ কাঞ্চন (এটিএন বাংলা) এবং নিউজ প্রডিউসার শিহাব সুমন (বাংলাভিশন)।
আগ্রহীদের আবেদনপত্র সংগ্রহ করে আগামী ৬ই সেপ্টেম্বরের মধ্যে ছোটরাই-এর কার্যালয়ে জমা দিতে অনুরোধ জানানো হচ্ছে।
আবেদনপত্র পাওয়া যাবে :
# ছোটরাই কার্যালয় , ২৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (চাংপাই চাইনিজ রেষ্টুরেন্ট সংলগ্ন)
# বাংলাদেশ শিশু একাডেমী সংলগ্ন মাসুদের ফাষ্ট ফুডের দোকান
# স্কুল কলেজ লাইব্রেরী, ৪৮/৬ এতিমখানা মার্কেট (আজিমপুর গার্লস স্কুলের বিপরীতে), আজিমপুর, ঢাকা
# আলম বই বিতান, কাজীপাড়া মাদ্রাসা মার্কেট, মিরপুর, ঢাকা
# ভিশন টেলিকম, বাসাবো বৌদ্ধ মন্দির সংলগ্ন, বাসাবো, ঢাকা
আবেদনপত্রের মূল্য : ১শ' টাকা
প্রার্থী বাছাই পরীক্ষা : ৭ সেপ্টেম্বর শুক্রবার, সকাল ১০টায়, ছোটরাই কার্যালয়ে।
সার্বক্ষণিক যোগাযোগ : রিপন-০১৫৫২৩৮৮৮০৬, নেসার-০১৭১৭৫৭৯৭৮৫
প্রশিক্ষণ শেষে পরীক্ষায় উত্তীর্ণদের নিয়ে নির্মাণ করা হবে ছোটদের সংবাদ ভিত্তিক অনুষ্ঠান।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।