কাঁদছো !! কান্নাতে তোমাকে দারুণ দেখায় ! যখন এমপিও দাবীতে আমাদের গুরু আমাদের শিক্ষক-শিক্ষিকারা মানববন্ধন করে তখন আমাদের অল্পশিক্ষিত মন্ত্রী মহোদয় তাদের পৌষ্য বাহিনী পুলিশ নতুন খেলনা মরিচ স্প্রে দিয়ে অন্ধ করে দেয় কিংবা মেরে ফেলে। হলদে রংয়ের গরম পানির ট্রাক দরকার হলে সেটা ব্যবহার করে। সভ্য দেশে এরকম অসভ্য আচরন খুবই বিরল। আমাদের দেশ পরিচালনায় যারা রয়েছে তারা তাদের কাজের ভিতর দিয়ে প্রমান করে চলেছেন, তারা একটি সুন্দর দেশের অসভ্য শাসনকর্তা। কেননা, তারা আদেশ দেয় বলে সরকারী কর্মী পুলিশ ছাত্রলীগকে সকল অপকর্মে সহায়তা করে।
তাই পুলিশী নিস্ক্রিয়তার সুযোগে প্রতিটা টেন্ডার তারা ছিনিয়ে নিতে সক্ষম হয়েছে। ছাত্র রাজনীতি করার কথা শিক্ষার মান উন্নোয়নের কথা ভেবে কিন্তু যে দল ক্ষমতায় আসছে সে দল ছাত্রদেরকে বাধ্য করছে রাজনীতি করতে এবং টাকার গন্ধ শুকিয়ে ক্ষ্যাপা কুকুর বানিয়ে তুলছে। তাই কোমলমতির ছাত্ররা আজকে সাড়ম্বরে মানুষ হত্যা করে। যে যত ভয়ঙ্কর সে আগামী দিনের গলায় ফুল সমৃদ্ধ মন্ত্রী।
আজ অফিস যাওয়ার পথে যথারীতি জ্যামে পড়লাম।
দেখলাম একদল মানবন্ধন করছে। তাদের ব্যানার চোখে পড়লো তাদের দাবী যুদ্ধাপরাধীদের বিচার তরান্বিত করা এবং নিচের দিকে ছোট্ট করে লেখা আওয়ামী লীগ সুপ্রিম কোর্ট আইনজীবি সমিতি। আমি খুব অবাক হলাম সরকার যদি নিজেই দাঁড়িয়ে যায় নিজের দাবীর জন্যে তাহলে সাধারন জনগন ভরসা করবে কি কার উপরে। তাদের মানববন্ধনে সহায়তা করছে পুলিশ। পুলিশের দৌরাত্মে তাদের আশেপাশে একটা কাক, কুকুর, সাধারন পথচারী কেউ নেই।
নেই কোন জলকামানের ব্যবস্থা। তাদেরকে থামানোর জন্যে জল কামান দিয়ে গরম পানি ছুঁড়বে এই অলীক স্বপ্ন আমরা দেখি না।
আরেকটু এগিয়ে গেলাম, ব্যানারের দিকে তাকালাম, গাজীপুরের প্রতিবন্ধী মেয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন করছে সাধারন স্তরের মানুষজন, তাদের ব্যানারে আমি কিছু নাম দেখলাম প্রতিবন্ধী কল্যান সমিতি। তবে ওখানে পেলাম না বিএনপি, আওয়ামী লীগ, জাসদ, জাপা,বিকল্পধারা, উভয় দলের অঙ্গসংগঠন যারা প্রত্যক্ষভাবে এই জঘন্যতম হত্যার প্রতিবাদ করে মানববন্ধন করতে। অথচ সেই সাধারন মানুষের মানববন্ধনের পাশে একগাদা দাঙ্গা পুলিশ, জল কামান, হয়তো অবৈধ মরিচ স্প্রে আছে লুকানো।
আজ সারাদেশে ১৪ দলের মানববন্ধন হচ্ছে। কিন্তু কোনটাই সাধারন মানুষের মনের দাবীর সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। কেননা, তাদের বেশীরভাগ মানববন্ধন তাদের উপরওয়ালাকে খুশী করার জন্যে কোন হত্যা বিচারের দাবী তারা করতে দ্বিধাবোধ করছে। তারা খুব হাস্যোজ্জ্বল মুখ নিয়ে মানববন্ধন করছে এবং মন্ত্রীর মহোদয়ের নিদের্শে তাদের ধারে কাছে কোথাও পুলিশ নেই তাই তারা নির্ভার।
২৪ই জানুয়ারী , ২০১৩
--------------------------------------------------------------------------------
লেখালেখি ৩৬৫ প্রজেক্ট ২২৭/৩৬৫ ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।