আমাদের কথা খুঁজে নিন

   

"R-me Love" অর্থ এই নয় - আর্মি ভালবাসা বা ভালবাসার আর্মি !!! (ভূল বুঝলে আমাকে দোষ দিবেন না !)

নিজেকে নিয়ে কিছু একটা লেখার চেষ্টা, এখোনো করে যাচ্ছি . . .

ঘটনা শুরুর আগে পাঠকেরা শিরোনাম পড়ে যে স্থানে হোচট খেতে পারেন পূর্বেই সেই স্থানটিতে একটু সতর্ক করে দিই। "R-me Love" উচ্চারণটি যদি এমন ভাবে করা হয় “আর মি লাভ” সংক্ষেপে বা এককথার উচ্চারণে “আর্মি লাভ” অর্থ আর্মি ভালবাসা, আর্মির প্রতি ভালবাসা বা আমাকে, আপনাকে আর্মি ভালবাসে এরকম কিছু, প্রকৃতপক্ষে আমি যা বোঝাতে চেয়েছি তার সমগোত্রীয় তো নয় বরঞ্জ বিপরীত অর্থ বহন করে, যা কিনা যে কেউ আমাকে আর্মি স¤প্রদায়ের বা তাদের পক্ষের ব্যাক্তি মনে করতে পারেন, তবে তা নিতান্তই ভূল ছাড়া সঠিক কিছু ভাবছেন না এটা ধরে নিতে পারি। ঘটনার চেয়ে ঘটনার বাহিরের প্রসঙ্গে ঘোরাফেরা করলে পাঠক স¤প্রদায় ত্যাক্ত-বিরক্ত হয়ে স্থান ত্যাগ করত: প্রকৃত রহস্য অনুধাবনে বিফল হবেন বিধায় সরাসরি ঘটনায়ই প্রবেশ করলাম। ছেলেটাকে যতটুকুন চিনি, তার পরিচয়ে ভাল, লাজুক, স্বল্পভাষী ইত্যাদি। কয়েকদিন ধরেই ওর ভিতর একটা স্পষ্ট পরিবর্তন ধরা পড়ে, কারও চোখ বাদ যায়নি বিষয়টি বুঝতে, যদিও জানতনা ব্যাপারটি আসলে কি, কৌতুহলেরও অভাব ছিলনা, তাইত বাবা-মা, কলেজের টিচার থেকে শুরু করে বন্ধু-বান্ধবের কৌতুহলী প্রশ্নে লাজুক ছেলেটিকে বারবার বিবর্ণ হতে হচ্ছিল।

যেহেতু স্বল্পভাষী কোনভাবে এড়িয়ে যাওয়া নয় বরং কিছু বলেই বিষয়কে বোঝানোর চেষ্টা। পড়াশোনায় ঠিক মন নেই, বাসার টিউটরের প্রশ্নে “কি হয়েছে তোমার?” - স্যার, "R-me Love" পাড়ার বড় ভাইয়ের সামনে ..... - ভাইয়া, "R-me Love" ক্লাসে বন্ধু মহলে ‘ওই তোর কি হয়ছে বলতেই - দোস্ত, "R-me Love" শেষমেষ ওর বাবা-মা পর্যন্ত একই প্রশ্নে ‘বাবা তোর কি হয়েছে, আমাদেরকে খুলে বল ... - মা, "R-me Love" তার এহেন "R-me Love", "R-me Love", বিষয়টি রহস্যের চুড়ান্তে ঝুলছিল যখন কিনা দেশেই স্বয়ং আর্মির শাষন চলছিল। আর্মির যুগ, আর্মির ভক্ত হতেই পারে, তা আর্মিদের ভালবাসা থেকেই হোক আর তাদের প্রতি তার কৃতজ্ঞতাবোধই হোক কোন কিছুকেই হালকা বলে উড়িয়ে দেয়া যায়না। আর্মিদের ভালবাসি বলে বলে তাদের দৃষ্টি আকর্ষনের কোন চালাকি কিনা সেটাও কেউ অদ্যবধি বুঝতে পারিনি। অবশেষে যখন রহস্য উদঘাটিত হল, জানা গেল একটি মেয়ের জন্য ছেলেটি একপ্রকার পাগল প্রায়।

লাজুক বিধায় কাউকে সরাসরি এ কথা বলতে পারতনা, তাই সবাইকে জানান দিয়ে আসছিল একটি মেয়ে তাকে ভালবাসে এবং সেই ভালবাসায় সে দিওয়ানা। মেয়েটির নাম ছিল “রুমা” তার প্রথম অক্ষর "R", "me" অর্থ আমাকে এবং "love" মানে তো ভালবাসা ! কি দাড়াল ? “রুমা আমাকে ভালবাসে” হলো এবার ? এতক্ষন তো আর্মি শাষন, আর্মি প্রেম, ভালবাসা, রাগ, বিরাগ কত কিছুই ভাবনায় ভর করছিল, এবার উত্তর মিলল ? এর পিছনে রয়ে গিয়েছে এক পবিত্রতম ভালবাসা “রুমা আমাকে ভালবাসে”

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।