আমাদের কথা খুঁজে নিন

   

চর আলেকজান্ডার



১৯৯২ সালে ভোলা থেকে আসছিলাম রামগতি হয়ে। এবার আপিসের কামে। চর আলেকজান্ডার নামটার মইধ্যে ইতিহাস আসে। বহুদিন আগে বৃটিশদের ও আগে এদেশে পর্তুগীজরা বাস করতো। অই সময়ে আলেকজান্ডার নামের একজন ভালমানুষ এই এলাকায় বাস করতো।

তার নামে এলাকাটার নাম। বুঝিনা এটা আমাদের হীনমন্যতা কিনা। চর লরেন্স, কক্সবাজার ইত্যাদির নাম করনেও সেই মানষীকতা কাজ করেছে। যাইহোক এবার এসে যা দেখলাম তা রীতিমত ভীতিকর। মেঘনা রাক্ষসী হয়ে উঠেছে।

চর আলেকজান্ডারের নতুন নতুন জায়গা সে নিত্য গ্রাস করছে। ভয়াল ভাবে সে একবার আমার পায়ের কাছে আচড়ে পড়ল। তারে আমি জিগাই ও মেঘনা মাত তোমার এত ক্ষিধা কেনে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।