আমাদের কথা খুঁজে নিন

   

শেষ নিঃশ্বাসের মুক্তি যখন

- নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা -

শত ভীড়ের মাঝে কে যেনো ডুকরে উঠলো হে বিধাতা! আমার দৃষ্টি কোথায় দেখতে পেলাম না যে! আবারো কে যেনো ডুকরে কেঁদে উঠলো চাপা ফোঁপানো, এক দীর্ঘ নিরাশ্বাস ধীরপায়ে কে যেনো হেঁটেও গেলো বুঝি, এখন আত্মার অনিবার্য উড়াল হীমশীতল সমীর পায় প্রবাহ-পথ যাত্রা আমার আত্মায়, আপাদমস্তক। অত:পর শেষ নি:শ্বাস অধরমুক্ত হয় বিদায়ের ক্ষণ ডাকে- যেতেই হবে। বুঝি, সত্যরূপ।(বড্ড দেরী হয়ে গেলো যে!) তারা বলতো, প্রতি আত্মারই দিন বাঁধা যখন তার দেহত্যাগ অবশ্যাম্ভাবী এব! সাক্ষাত আদি-অন্তহীন ভাগ্যবিধাতার! যা বলছি শোনো- প্রতিটি শব্দের মূর্ছণা কে জানে কাল হয়তো তোমার ক্ষণ বাধা অবশেষে আসে স্বর্গ নরক নির্ণয় সিদ্ধান্ত একান্তই তোমার- দেরী করো না এসো সহোদোরেরা মজি প্রার্থণায় সিদ্ধান্ত একান্তই তোমার- দেরী করো না। হে প্রভু আমার! আঁধার ঘনিয়ে এলো বুঝি! দৃষ্টি যে আর নেই; আমার আমি কোথায়?? নাকি আত্মা আমার হয়েছে বিপথগামী আর বাধ্য দিতে এক অনর্ঘ জরিমানা, নিতে দন্ড সব্বাই-ই তো ধুলোয় মিশে যাবো, হায়! কিছু যখন উল্লাস-মত্ত, আর কিছু তখন অগ্নিদগ্ধ। শুধু, প্রতীক্ষারতদের সারির কোথায় আমি যদি জানতাম! কখন আমার পালা! অতঃপর সবুজের নীচে অন্ধকারে শায়িত সাথে আমার হাজারো ত্রুটিভরা এক দলিল তাদের কান্না শুনি, আমার কান্না কে শোনে! কী এক ক্ষরণ আমার না জেনেই তারা ঘরমুখি আর বৃথা অশ্রু নিয়ে ঈশ্বরের মুখোমুখি আমি! যা বলছি শোনো- প্রতিটি শব্দের মূর্ছণা কে জানে কাল হয়তো তোমার ক্ষণ বাধা অবশেষে আসে স্বর্গ নরক নির্ণয় সিদ্ধান্ত একান্তই তোমার- দেরী করো না এসো সহোদোরেরা মজি প্রার্থণায় সিদ্ধান্ত একান্তই তোমার- দেরী করো না। _____________________________ আহমেদ বুখাতিরের লাস্ট ব্রেথ অবলম্বনে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।