ছায়া ছায়ায় পথ হেটে চলি--ছায়া আমার সামনে ও পিছে।
ছবি: বিডিনিউজএর সৌজন্যে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পুলিশের গুলিতে নিহত আনোয়ার আলীর বাসায় কে অপেক্ষা করে আছে তা আমি জানি না। জানি না তার কোনো ছেলে মেয়ে আছে কি না। জানি না আজ জীর্ণশীর্ণ ঘরে তার কঙ্কালসার স্ত্রীর কোনো আবদার মেটানোর কথা ছিল কি না। ছেলেমেয়ের কোনো বায়না ছিল কি না।
তবে এতটুকু জানি-
এ লাশ কথা বলে
বিপ্লবের কথা।
বিপ্লব এখন পথে ঘাটে।
আগুনের হোলি খেলায় মতত
এ জনপদের জনগণ।
এ লাশ কথা বলে
পতনের কথা।
আগুন নিয়ে যারা খেলতে ভালোবাসে
তাদেরই পতন।
ভালোবাসা এখন রক্ত,
ভালোবাসা এখন আকিবাকি বস্ত্র হরণ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।