আমাদের কথা খুঁজে নিন

   

রিম ঝিম বরষা

"পসার বিকিয়ে চলি জগৎ ফুটপাতে, সন্ধ্যাকালে ফিরে আসি প্রিয়ার মালা হাতে"

রিম ঝিম বরষা রিম ঝিম বরষা, নেই কোন ভরষা; ভুলে যায় মন আজ, ফেলে রাখা সব কাজ। তুমি আমি দুজনে, এই ভরা শ্রাবণে; গেয়ে যাব যত গান, ভুলে মান অভিমান। বলো তুমি আসবেতো? ভাল তুমি বাসবেতো? শ্রাবণের এই ধারা, আমি শুধু তুমি হারা। রিম ঝিম থামেনা, রাত মোর কাটেনা; ভাবি তার কথা যত, কষ্ট মনে বাড়ে তত। থামে যদি এ শ্রাবণ, তৃষিত এ মরু মন; খুঁজে তারে না পেলে, সব কিছু যাবে ভুলে। মিছে সব ভালবাসা, কাছে পাওয়া দুরাশা; রিম ঝিম এ শ্রাবণ, হৃদয়ের এক ক্রন্দন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।