আমাদের কথা খুঁজে নিন

   

শেষ বিকেলের তুড়ি-৪ / সানাউল্লাহ সাগর

গতোকাল থেকে নেমে গেছি ডুবুরির বেশে তোমার সরবরে- বৈঠা হাতে চুপিসারে অভিসারে দুপুরে কাম! ইলিশের নৌকায় অপেক্ষারত তৃতীয় প্রজন্মের চন্ডিদাস। আফসোস জমানো পুটলিতে আরো আরো দীর্ঘশ্বাস গুজে নেই, হতাশার প্লেগ জড়ালে আত্মহননের ফিকচার অংকনে সহয়ক হবে। নীল মাদুলি লটকানো; উড়ে গেছে বিশ্বাসের শালিখ। সর্বহারার মিছিল জামতে শ্লোগান চলছে তিন পাতার জীবনে। সুরহীন আবৃত্তি নিয়ে খোড়ানো দুলহান হাঁটছে আর হাঁটছে- ফুড়াচ্ছে না পথ- এপথ ফুড়াবে না। ২২-১২-১২

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।