ইরানি বালক, ইরানের নূর, অ্যালন, আমাকে ব্যান করে, বেন্ড করতে করতে ব্যান্ড বাজিয়ে দিয়েছেন। হায়, এই কষ্ট কোথায় রাখি?
বালক, আমি আপনার দেশ জননী জন্মভূমি... ইরান নিয়ে কি কিছু বলেছি? কিন্তু আপনি যখন বললেন আমি বাংলাদেশকে ভালবাসি না তখনই না আমি মন্তব্য করেছিলাম, "এই কথাটা আপনি কেমন করে বলতে পারলেন?" যেটা আপনি মুছে ফেললেন। তখন আবারও মন্তব্য করেছিলাম :
"নূরে আলম ভাইজান,
আমার মন্তব্যটা দেখি মুছে ফেলেছেন। আমি কি আপনাকে খারাপ কিছু বলেছিলাম? এই পোস্টের প্রেক্ষিতে শুধু বলেছিলাম, 'আপনার পরবর্তী পোস্ট হবে, আমার আসল মাকে আমি স্বীকার করি না। ইরানি মা কি সোন্দর! আপনার উপর লানত বর্ষিত হোক।
'
ভাইজান, এই পোস্টের প্রেক্ষিতে এই মন্তব্যকে কি খুব বাড়াবাড়ি বলা যাবে?
আপনি অহংকার করে বলেছেন, আপনি দেশকে ভালবাসেন না। তার মানে কি দাড়াল? আপনি আপনার জন্মভূমিকে স্বীকার করেন না। যে জন্মভূমি আপনার মত কুসন্তানকে জন্মের জন্য জায়গা করে দিয়েছে, আপনাকে নিঃশ্বাস নেয়ার সুযোগ করে দিয়েছে, খাইয়েছে, পরিয়েছে, আপনাকে মায়ের ভাষায় কথা বলার সুযোগ করে দিয়েছে, আপনি তাকে অবলীলায় ভুলে যেতে চাইছেন। তাইলে চট করে আপনার জননীকে ভুলে যাওয়া আপনার পক্ষে অনায়াসেই সম্ভব।
ভাইজান, আপনি আপনার ভুল স্বীকার করার বিষয়ে বিন্দুমাত্র আগ্রহী নন।
আমার মন্তব্যটা মুছে প্রমাণ করার চেষ্টা করলেন, আপনিই ঠিক। "
ইচ্ছা করলে আপনি ভুল স্বীকার করতে পারতেন বা পোস্টটা ডিলিট করতে পারতেন। তা না করে আপনি একের পর এক মন্তব্য ডিলিট করেছেন।
আমি অন্য একটা মন্তব্যে বলেছিলাম, "বাহাদুর শাহ জাফর মৃত্যুর আগ অবধি এই বেদনা নিয়ে মারা গেলেন, দেশের একমুঠো মাটিতে ওনার শেষশয্যা হয়নি। আপনার সংগে ওনার দেখা হলে তিনি খানিকটা শান্তিতে মরতে পারতেন।
যে প্রবাসে মারা যাওয়াটা কি যে আনন্দের কাজ। "
ওহে বালক, ইরান দেশটা এতই পছন্দ হলে রংগিন চশমা পরে ওখানেই সব শয্যা পাতুন না, আপনাকে আটকাচ্ছে কে?
সহায়ক লিংক:
[wjsK=http://www.somewhereinblog.net/blog/mebigfeetblog/28724027]
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।