আমাদের কথা খুঁজে নিন

   

তৃণ োজকে লেখা রাসেল( ........) এর এক্টা খোলাচিঠি /কমেন্ট:আর্কাইভ করে রাখলাম

এই খানে পৃথিবীর বিভিন্ন সাইটের ভালো মন্দ কালেকশান করা হয়

আশা করি ভালো আছো, শুনলাম এই বন্যায় পর্যাপ্ত খাদ্য আসে নি পেটে তাই খানিকটা অসুস্থ ছিলা, তবে এই অসুস্থতা যে তোমার চিন্তা ভাবনার উপরে প্রভাব ফেলেছে এইটা বুঝি নি। সমস্যা নাই, বন্যার পানি নামতেছে- কাঁঠাল পাতা আসতেছে বাজারে- খাওয়ার সমস্যা হবে না। আমার মাঝে মাঝে মনে হয় যদি ভুতত্ত্বের ছেলেরা ল্যাব এ তোমাকে পাইতো তাহলে তাদের অনেক উপকার হইতো, এমন কি বাংলাদেশ খনিজ অনুসন্ধান কেন্দ্রের জন্যও তুমি একটা ভালো নমুনা হইতে পারতা। তোমার জ্ঞানের সীমা এত নীচে যে সেখানে যাইতে হলে খনি খুঁড়তে হবে- অনেক অনেক গভীর খনি- ধরো সাধারন মানুষ যারা পুকুর কাটে তারা যাইতে পারবে না, এমন কি এশিয়া এনার্জি যারা উন্মুক্ত খনন পদ্ধতিতে কয়লা উঠাবে , তাদেরও সীমার বাইরে- তোমার জন্য নাইকো আর ইউনিকলের পাইপ লাগবে, বিশেষজ্ঞ লাগবে- আমি আশা করি তারা তোমার কমন সেন্সের সীমাটার একটা নিম্নতম মান বের করে ফেলতে পারে- অবশ্য আমার নিজের মনে হয় তোমার অন্তত আরও কিছু সময় দেওয়া উচিত- তুমি এই পর্যায়ের নির্বোধ যে কোনো মৌলবাদী দলও তোমাকে দিয়ে যদি আত্মঘাতি বোমা হামলা চালাতে চায় তাহলে তোমার হাত পার বেঁধে রিমোট কন্ট্রোল দিয়ে গাড়ী চালিয়ে জায়গামতো নিয়ে ফাটাবে বোমা- তুমি নিজে চিনে হামলার জায়গা বের করতে পারবে না- বই খুঁজে ইতিহাস বিশ্লেষণ করাটা তোমার জন্য কষ্টের এটা আমি জানি- তাই তোমাকে অনুরোধ তোমার এই স্বপ্ল মেধায় সে দিকে রওনা দিও না-পড়ে দেখবে বলছো বাংলাদেশের স্বাধীনতা দিবস ১৫ই আগস্ট, ১৯৭৫। ---------------------------- (এই ব্লগে বিভিন্ন ক্লাসিক জিনিষ ,যা মুছে যাবার সম্ভাবনা থাকবে সেগুলো আর্কাইভ করা হবে এখন থেকে)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।