আমাদের কথা খুঁজে নিন

   

আমার মতো করে বঙ্গবন্ধুর মূল্যায়ন

রাজনীতি ও অর্থনীতি এই দুই সাপ পরস্পর পরস্পরকে লেজের দিক থেকে অনবরত খেয়ে যাচ্ছে

কিছু জানোয়ার ছাড়া আমি কারোই মৃত্যু চাই না। রাতে জানালা দিয়ে পাশের বাড়ির বিড়ালটা এসে যখন রান্নাঘর তছনছ করে, তখনও আমি আদুরে দৃষ্টিতে দেখি। বিনা কারণে অন্য কোনো জানোয়ারের মৃত্যু আমি চাইনি। সব সময়ই মৃত্যু কামনা করেছি মানুষরূপী কিছু জানোয়ারের। তারা বাংলাদেশের জাতীয় পতাকাবাহী ফ্ল্যাগ উড়িয়ে যখন বীরদর্পে ঘুরে বেড়িয়েছে তখনও আমি এইসব জানোয়ারের মৃত্যু চেয়েছি, এখনও চাই। জাতির জনক বন্ধবন্ধু নিহত হলেন ১৯৭৫ সালের এই দিনে। মাঝে মধ্যে ভাবি তিনি যদি ৭১-এ আর ফিরে না আসতেন তাহলে বাংলাদেশের ইতিহাস কি অন্যরকম হতো? বঙ্গবন্ধু কি তাহলে সব বিতর্কের বাইরে থাকতে পারতেন? ফিরে আসলেও তিনি যদি ক্ষমতায় না গিয়ে গান্ধীর মতো একটা জীবন বেছে নিতেন তাহলে? শাসক হিসাবে বঙ্গবন্ধুর অনেক ভুল থাকতে পারে। কিন্তু আসুন না আমরা ৭১ পর্যন্ত ভূমিকা নিয়ে বঙ্গবন্ধুর মূল্যায়ন করি। শাসক বন্ধবন্ধুর অনেক দোষ ত্রুটি ছিল, কিন্তু মুক্তিযুদ্ধ পর্যন্ত বঙ্গবন্ধুকে কি করে অবজ্ঞা করি? শাসক হিসাবে বঙ্গবন্ধুর বড় ভুল কি? তাজউদ্দিন আহমেদকে দুরে সরিয়ে রাখা? বন্ধবন্ধু যদি একবার জানতে চাইতেন যে তাজউদ্দিনরা কিভাবে যুদ্ধটা পরিচালনা করেছেন তাহলেও কি বাংলাদেশের ইতিহাস অন্য রকম হতো?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।