© ২০০৬ - ২০১১ ত্রিভুজ
শামীম ভাইয়া
হ্যালো, খবর কি তোমার?
এইতো, কোন রকম। তুমি কেমন?
চলছে
কিছু কথা ছিলো। বিজি নাকি?
.....
.....
ধরা বাঁধা নিয়ম। আর ভাল লাগে না। অন্য বাসা নেব
কেন? তুমি আলাদা থাকতে চাও?
হু
এফোর্ট করতে পারবা?
এখন থেকে ট্রাই করতে হবে।
বয়স তো কম হলো না!
তুমি তো অনলি ১৯। নাকি বিশ?
১৯
একজন মানুষের অনেক খরচ ম্যান।
এখানে ১৯ বছরেই সব সাবলম্বি হয়। আমি পারবো না কেন? আমাকে পারতেই হবে!
হুমম.. গুড!
.....
.....
Shell service bonjour' মানে কি?
মানে হ্যালো শেল সার্ভিস। অথবা গুড মরনিং শেল সার্ভিস।
'Shell service' টা কি জিনিষ?
শেল সার্ভিসের নাম শুনো নাই? আজিব। শেল সারা পৃথিবীতে সার্ভিস দেয়।
নাহ! শুনি নাই। আমি মনে হয় একটা মূর্খ
হা হা হা। অনেক বড় কোম্পানী।
ফ্রান্সের প্রতিটি জায়গায় আছে। কেন এফ ওয়ান ফেরারী গাড়ীতে তেল দেয় শেল। দেখো নাই?
নাহ ..যাই হোক, তোমারে শেল সার্ভিস কয় ক্যান? তুমি কি ঐ কোম্পানীতে জব করো?
হু
ঐটা কি তোমার গায়ে লেখা থাকে?
হাহাহাহ.. পিকচার দেখবা?
দেখি!
....
....
আরে! তুমি তো অনেক বড় হয়ে গেছো!
আর কতদিন ছোট থাকবো?
-----
ঠিক শাওন! ছোট থাকবে কেন? বড় হয়ে ওঠো.. আরো বড়... অনেক বড়!
mieux de la chance man! :-)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।