একজন আমি, একজন হারিয়ে যাওয়া এবং একজন দূর প্রবাসী
একবার চারটি পিঁপড়ে একসাথে খাবারের খোঁজে যাচ্ছিল। যাওয়ার পথে তারা দেখতে পেল একটি হাতি তাদের দিকে আসছে। এখন ঐ হাতির জন্য তারা আর সামনের দিকে যেতে পারছিল না।
১ম পিঁপড়েঃ আমাদের উচিত হাতিটাকে মেরে ফেলা। তাহলে আমাদের রাস্তা ফাঁকা হয়ে যাবে।
২য় পিঁপড়েঃ না, চল আমরা তার চেয়ে তার পা ভেঙ্গে ফেলি। তাহলে এ আমাদেরকে বিরক্ত করতে পারবে না!
৩য় পিঁপড়েঃ না, আমরা যাওয়ার সময় তাকে রাস্তা দিয়ে ধাক্কা দিয়ে ফেলে দিবো।
৪র্থ পিঁপড়েঃ না, আমরা তাকে ছেড়ে দিবো। কারণ সে একা এবং আমরা চার জন। এই ক্ষুদ্র হাতিকে যদি আমরা ৪জন মিলে মারি তাহলে আমাদেরই ইজ্জত যাবে।
এরপর তারা রাস্তা বদলে অন্ন্য রাস্তায় চলে গেল এবং হাতি তার আনন্দে মেতে সে পথ দিয়ে চলে গেল।
নীতিবাক্য ১ : যাদের শক্তি নেই তারাই বেশি বড়াই করে
নীতিবাক্য ২ : অন্যের উপর দয়া করলে সৃষ্টিকর্তাও তার উপর দয়া করে
নীতিবাক্য ৩: অসহায় কাউকে দল বেঁধে মারতে নেই
নীতিবাক্য ২ এর ব্যাখাঃ পিঁপড়ে ৪টি যদি প্রথম ৩টি পিঁপড়ের কথা শুনে হাতিটিকে মারতে যেত তাহলে তারা নির্ঘাত মারা যেত। এখন তারা যেহেতু অসহায় হাতির উপর দয়া করেছে তাই সৃষ্টিকর্তাও তাদের উপর দয়া করেছে।
[link|http://banglawritings.wordpress.com/2007/08/13/
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।