আমাদের কথা খুঁজে নিন

   

Please help me ! “প্রচেত্য ” বলে জোড়ে ডাক দিলেই হবে, আমি খুজে নেব ...

নিজেকে নিয়ে কিছু একটা লেখার চেষ্টা, এখোনো করে যাচ্ছি . . .

অফিস থেকে মাত্র বের হয়েছি বেশ অনেকক্ষন আগে। তখন খুব একটা বৃষ্টি ছিলনা। কাজ ছিল তাই অফিসের গাড়ীটাও ছেড়ে দিয়েছি। অফিসটা পান্থপথে, আর তাছাড়া এক বন্ধু ছিল, তাকে নিয়ে বসুন্ধরা সিটিতে এসেছিলাম, একটু ক্যাফেতে বসে ও বেশ কিছুক্ষন আগেই চলে গিয়েছে। আমি অনেকক্ষন ছিলাম।

খেয়ালও করিনি বাহিরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। এখন বের হয়ে দেখি রাস্তায় বেরুলেই নির্ঘাত পুরো শরীর ভিজে গোসল হয়ে যাবে। সামনে পরীক্ষা, অফিসের ইমপর্টেন্ট এসাইমেন্ট কোনটাই মিস করা যাবেনা, তাই ইচ্ছে করে জ্বর বাধানোর শখ নেই। আবার ফিরে এলাম ক্যাফেতে, তারপর বসে বসে এই আপনাদের সাথে কথপোকথন। লজ্জা করে লাভ নেই, সোজা বলেই ফেলি, কেউ যদি পান্থপথ-এ পথে পার হন তাহলে গাড়ীর চাকাটা যদি বসুন্ধরা ভিতরের দিকে ঘুরিয়ে দেন তাহলে আমাকে বসুন্ধরার মেইন গেইটেই পাবেন, “প্রচেত্য ” বলে জোড়ে ডাক দিলেই হবে।

নিশ্চিত করে বলছি শুধু ডাক দিলেই হবে, কান খাড়া করে রেখেছি। বাকীটা খুজে নেবার দায়িত্ব আমার। আমি কিছুক্ষন পরেই নামছি কিন্তু। অপেক্ষায় থাকলাম। একটি মর্মবাণী আছে “বিপদের সময় যে সাহায্য করে সেই কিন্তু প্রকৃত বন্ধু ”


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।