আমাদের কথা খুঁজে নিন

   

লও হে সালাম হে প্রবীণ......

বৃষ্টি যেরকম আসতে আসতে ফিরে যায়..তেমনি বৃষ্টির মতো আমিও ফিরেছি বহুবার...

আমাদের পাহাড়ের এইসব প্রাচীন মানুষরা জীবন আর জীবিকার জন্য কত কিছুই যে করেন..........তাদের তৈরি নানা হস্ত পন্য নিয়ে এক আদিবাসী প্রেমিক কবি শাওন ফরিদ খুলেছিলেন-‌জুমঘর'নামের একটি প্রতিষ্ঠান। না,পারেননি। অনেক চেষ্টার পরও নানা প্রতিকূলতার কারণে তিনি সফল হতে পারেননি। অথচ পৃষ্ঠপোষকতা পেলে আদিবাসী হস্তশিল্প এবং তাদের ঘরে তৈরি নানা পণ্য সারাদেশে সমাদৃত হতে পারত।ছবিতে....একজন আদিবাসী বৃদ্ধ ‌জুমঘর'-এ নিজের তৈরি বাঁশি হাতে.................... বন্ধুরা,এখনো রাঙামাটি এলে দেখবেন জুমঘর আছে কিন্তু নেই সেই শুরুর দিককার মজার সব সংগ্রহ........তবু একবার ঘুরে যেতে পারেন........

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।