স্বপ্ন দেখি দেশকে এগিয়ে নেয়ার, আমার বিশ্বাস আমি পারব। এমনই দেশ চেয়েছিলে তোমরা?
ভবিষ্যৎকে বুকে ধারণ করেছিল দেহটি
অজস্র বুলেট হেনেছে আঘাত,
অক্ষত ছিল সেই মনটি,
যাকে ধারণ করেছিল দেহটি।
এই মন , এই দেহ
লালন করেছিল একটি পতাকার স্বপ্ন,
বিচ্যুত করতে পারেনি কেহ।
এই দেহ , এই শির
ধারণ করেছিল যে অকুতোভয় বীর,
দৃপ্ত কন্ঠে উচ্চারিত হয়েছিল স্বাধীনতা,
অনুসারীরা ভেঙ্গে ছিল সব পরাধীনতা।
উঠেছিল এক নতুন সূর্য্য ,
হাতে নিয়ে ঐ লাল সবুজ পতাকা।
শত্রু বুলেট যা পারেনি ,
তা পেরেছি আমরা।
মাথার উপর ছায়া দেয়া বটবৃক্ষ,
কেটে করেছি ক্ষতবিক্ষত,
ঐ কণ্ঠ আজ পরাভূত, স্তব্ধ।
যে দীপ্ত স্লোগানে,
গর্জে উঠেছিল মেশিনগান,
ছিনিয়ে এনেছিল বিজয়ের গান,
সেই মুখগুলো আজ অন্ধকারে বিলীন,
প্রতিস্থাপিত হয়েছে নতুন মুখ দ্বারা।
কালান্তরে কাল পেরিয়েছে,
সময় বড় নির্মম হয়েছে।
নতুন সেই মুখগুলো
ধূলিস্মাৎ করছে স্বপ্নগুলো।
আলোতে বসেও তারা অন্ধকার খোঁজে,
দেবতারা সব মেনেনিয়েছে,
সহ্য করছে চোখবুজে।
অর্থ, ক্ষমতা আর নারী,
সবই চায় তাদের ভুঁড়ি ভুঁড়ি।
তারা ছারেনি কাউকে,
এমনকি দশ বছরের রাব্বী,
মায়ের বুক খালী করে ,
হত্যা করেছে আমার ভাইকে।
আমার বোন আজ ধর্ষিতা,
পাশে বসে আমার বাকরুদ্ধ পিতা।
আজ বড় অসহায় আর নিরুপায় আমরা,
এমনই দেশ চেয়েছিলে তোমরা?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।