আমাকে যদি পৃথিবির যেকোন দেশে থাকার সুযোগ দেয়া হয় ...তবুও আমি বলবো ...আমি এদেশে থাকতে চাই ... আমি জানি আমার দেশ ঘুনে ধরা ... মরচে পড়া ... তবুও ... আমার দেশ যদি পৃথিবীর সবচেয়ে বাজে দেশ হয় ... এটা আমার ( তরুন সমাজের ) দ্বায়িত্ব আমার দেশকে সুন্দর করে গড়ে তোলা শোন বলি ... এই মেয়ে ... এই যে, নীলাভ !!! মৃতপ্রায় সত্ত্বা ... ক্ষীন হয়ে আসা পটে ... তোমার আমার মিলন ...ভালোবাসাই বটে হয়ত উপায় নেই বলেই আছো আজও পাশে নিঃশব্দে বাড়ে ব্যাবধান... প্রতি নিঃশ্বাসে নিঃশ্বাসে ... তুমি বোঝ, বুঝি আমিও ... নিঃশব্দের মাঝে হঠাৎ ...মিষ্টি গান শুনিও ... ক্ষনিকের ভালোলাগা ... তারপর ... অজস্র সময় পেরিয়ে যাওয়া... চাতক পাখি’র কাতর হয়ে ভালোলাগার পথ চাওয়া ... হয়তো এভাবেই কাটে সময় ... কাছে আসার মিথ্যে স্বপ্নে তুমি আমি তন্ময় ... বুঝতেই পারিনি ... কখন এতো গিয়েছি চলে দূরে ... তিক্ততা আর হাহাকার প্রতি শব্দে ... প্রতি সুরে ... আচ্ছা, কি তবে এভাবেই জীবন চলবে ... দূর থেকে দূরে ক্রমাগত ... ভালোবাসা টলবে ... এভাবেই একদিন নিঃশেষে রিক্ত হয়ে ফিরবো ... ভুল ছিল ভুল ... স্বীকার আমি করবো ... না ভালোলাগা আর আধারে ... স্বপ্নরা ভাগাড়ে ... সামাজিক দ্বায়বদ্ধে দুজন ... কাতরে শুধুই মরে ... এভাবে আর কতদিন ... বেচে আছি যতদিন... ??? কি হবে এত অভিমানে ... মন... যদি নাই টানে ... তার থেকে আসো ... ভুলে সব যায় ... নতুন পরিচয় ... নতুন সজ্জায় ... অতিবাহিত সময়ের অভিজ্ঞতা না হয় নাই নিলে সাথে ... সব কিছু ভুলে আবারো চলি একই পথে ... কিছু ভুল তোমার ... কিছু ভুল আমার ... তাতে কি ... জীবন তো দুজনার ... !!! ভালোবাসা ছিল ... ভালোবাসা রবে ... শুধু তোমাতে আমাতে একটু, বদলাতে হবে ... যা কিছু ভুল, শুধরিয়ে নিতে ... পাশাপাশি রবো ... দিনে ও রাত্রিতে ... শোন বলি ... এই মেয়ে ... এই যে, নীলাভ !!! হোল্ড ইউর টাং এন্ড লেট মি লাভ ... ... রাত ০২.০৯ মিনিট, ২৩.০১.২০১৩
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।