আমাদের কথা খুঁজে নিন

   

এক লাইনের চিঠিগুলো

আমার ভিতরে আমি স্বতন্ত্র জীবন যাপন করি।

১. প্রিয় উপসংহার, তুমি আনন্দ দেখো নি,কেবল শেষ দেখেছো। দুঃখিত বেচারা ! ইতি ভুমিকা ২. প্রিয় চলে যাওয়া, দীর্ঘ অপেক্ষায়... ইতি ফিরে আসা ৩. প্রিয় স্বৈরাচারি প্রেমিকা, তোমার জন্য এক মিনিট নীরবতা! ইতি নীরব প্রেমিক ৪. প্রিয় অসুখ, ঔষুধ নেই,এসো না। ইতি রোগী। ৫. প্রিয় ইউএসবি পোর্ট, এই রাত তোমার আমার! ইতি তোমার পেনড্রাইভ ৬. প্রিয় স্বাধীনতা, তোমাকে পকেটে পুরিনি, কারো পকেট থেকে বের করার জন্য লড়ছি! ইতি জনতা ৭. প্রিয় পদার্থ, ইতি তোমার অপদার্থ। ৮. প্রিয় মন, ভালো ছাত্র হও,প্রেমিক না ইতি আমি ৯. প্রিয় প্রাপক, প্রেরকও প্রাপক হতে চায়! ইতি প্রেরক (হুট করে এক লাইনের চিঠি লেখা শুরু করলাম। এখন প্রায় লিখি। মজা আছে বেশ। বুঝলাম এক লাইনেও অনেক কিছু বুঝানো সম্ভব)

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৭ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।