গত ৯ সেপ্টেম্বর ওয়েবসাইট ভিত্তিক বাংলা সংবাদ মাধ্যম বাংলানিউজ২৪.কম এ প্রকাশিত আমার সাক্ষাৎকারের এক পর্যায়ে বাংলাদেশের অন্যতম প্রধান মরমি গীতিকবি শাহ আবদুল করিম সম্পর্কে বলতে গিয়ে আমি বলেছি, 'উনি বাউল নন'। কিন্তু সেখানে ছাপা হয়েছে, 'তিনি বাউল-ই নন'।
এখানে বাক্য বিন্যাস এবং উপস্থাপনের জন্য শব্দের অর্থ হয়তো অন্যরকম হয়ে থাকতে পারে। তবে আমি আবারও বিনয়ের সঙ্গে বলতে চাই, তিনি [শাহ আবদুল করিম] বাউল ছিলেন না। আমি প্রায় ৪০ বছর যাবৎ বাউল সাধক ফকির লালন শাহের গান করে আসছি।
গান করতে গিয়ে আমি দীর্ঘদিন অনেক বাউলের সঙ্গে আলাপচারিতা এবং ভাববিনিময়ের মাধ্যমে আমি যেটা বুঝেছি যে বাউল একটি শব্দ মাত্র নয়। এটা একটা দর্শন এবং এই দর্শনের অনুসারীরা একটা স্বতন্ত্র সমপ্রদায়। এই সমপ্রদায়ের যেমন রয়েছে স্বতন্ত্র সাধনার ধারা, তেমনি খাবারে-দাবারে, পোশাকে-আশাকে, চলনে-বলনে, চিন্তা-চেতনায় এবং জীবন-যাপনে তারা স্বতন্ত্র ধারা অনুসরণ করে চলেন। বাউল যে একটি সাধক সম্প্রদায় এবং স্বতন্ত্র দর্শন তা বিভিন্ন গবেষক, এমনকি স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক পর্যন্ত স্বীকৃত। তাই শুধু শব্দ দিয়ে বাউল হওয়া যায় না।
মরমি গীতিকবি শাহ আবদুল করিমের সঙ্গে যারা ঘনিষ্ঠভাবে মিশেছেন বা যাদের সঙ্গে শাহ আবদুল করিমের নিয়মিত যোগাযোগ ছিল তাদের কাছ থেকে শাহ আবদুল করিম সম্পর্কে যতটুকু জেনেছি তাতে আমার মনে হয়েছি তিনি অসাধারণ মরমি গান লিখলেও সেই অর্থে বাউল সাধনার সাথে সম্পৃক্ত ছিলেন না। শাহ আবদুল করিমের ঘনিষ্ঠজনদের নিকট হতে প্রাপ্ত অভিজ্ঞতায় পাওয়া এটি আমার ধারণা। কিন্তু এই বিষয়টি নিয়ে অহেতুক নানা রকম বিভ্রান্তি ছড়ানো হচ্ছে এবং আমার নামে নানা অপ্রচার এবং নানা কুরুচিপূর্ণ মন্তব্য করা হচ্ছে বলে আমি পত্রিকার মাধ্যমে জেনেছি। বিষয়টি যদি সত্য থাকে তাহলে তা অত্যন্ত দুঃখজনক এবং অনভিপ্রেত। এ বিষয়ে আমার সঙ্গে কেউ কোনো রকম যোগাযোগ না করে, বিষয়ের সত্যতা যাচাই না করে এভাবে আমাকে হেয় করার চেষ্টার প্রতি আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
সেই সঙ্গে এও বলে রাখি কিছু কিছু পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে যে উলি্লখিত বিষয়ে তারা আমার প্রতিক্রিয়া জানতে চেয়ে তা পাননি। বিষয়টি সম্পূর্ণ মিথ্যা এবং কল্পনাপ্রসূত। সে সব নামকরা পত্রিকায় কেন এমন মিথ্যা এবং ভিত্তিহীন কথা লেখা হলো তা আমার বোধগম্য নয়। আমি দঢ়তার সঙ্গে বলছি এ বিষয়ে এখন পর্যন্ত কেউ আমার কাছে কিছুই জানতে চাননি। সবার কাছে আমার অনুরোধ থাকবে কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের আগে তার সত্যতা যাচাই করে দায়িত্বশীলতার পরিচয় দেবেন।
লেখক : সংগীতশিল্পী
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।