গতকাল ছিল চারণ কবি ও বাউল সম্রাট শাহ আবদুল করিমের মৃত্যুবার্ষিকী। তাকে নিয়ে যদি কিছু বলতেন।
এই মানুষটাকে নিয়ে যদি কথা শুরু করি তবে আর শেষ হবে না। আমার সৌভাগ্য হয়েছিলে এই গুণী মানুষটির সঙ্গে থাকার, তার গান কণ্ঠে ধারণ করার। আমাদের বাউল গানের চারণ কবি হিসেবে আমরা তাকে চিনি।
তার অসংখ্য গান আজো মানুষের মনে গেঁথে আছে।
শাহ আবদুল করিমের সঙ্গে আপনার প্রথম পরিচয় কোথায়?
১৯৮৮ সালের কথা। আমাদের সিলেটের ফেঞ্চুগঞ্জ জেলার একটি মাজারে প্রতিবছর সাত দিনব্যাপী উরস হতো। আমিও সেখানে যেতাম। তার সঙ্গে থাকতাম।
তার গানগুলো কণ্ঠে ধারণ করার চেষ্টা করতাম। তার লেখা একটি গান আমার ভালো লাগে। আমারে বলেছিলেন, তুই যদি এ বাউল গান হৃদয়ে ধারণ করতে পারিস, একদিন তুই অনেক বড় হবি। তার কথা সত্যি হয়েছে। ১৯৯৪ সালে আমি লন্ডন মাতিয়ে আসি শাহ আবদুল করিমের গান দিয়ে।
শাহ আবদুল করিমের সঙ্গে আপনি কতদিন ছিলেন?
আমি তার সঙ্গে ছিলাম ছয়-সাত বছর। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, তার অনেক ভক্ত ছিল; কিন্তু কেন জানি গুরু আমাকে পছন্দ করতেন। সারা দেশে যেখানেই গানের আসর থাকত সেখানেই আমাকে নিয়ে যেতেন। একদিন গুরু আমার গান শুনে চোখের পানি ফেলেছিলেন।
ওই ঘটনাটা কি একটু বলবেন?
১৯৯২ সালের কথা।
সিলেটের ফেঞ্চুগঞ্জ জেলার একটি গানের আসরে আমি গুরুর কিছু গান গাই। একটা সময় আমি তার দিকে তাকিয়ে দেখি তার চোখে জল। আমি কখনো জানতে পারিনি আমার কোন গানটি তার মনে দাগ কেটেছে। গুরু আমাকে আর্শিবাদ করেছেন।
শাহ আবদুল করিমের অনেক গান এখন নতুনরাও গাইছে।
তারা কেমন করছে বলে আপনি মনে করেন?
আমাদের বাংলার মাটিতে এমন আরেকজন চারণ কবি বা বাউল আসবে কি-না জানি না। গান বেঁচে থাকে মানুষের কণ্ঠে কণ্ঠে। এখন নতুন অনেক শিল্পী শাহ আবদুল করিমের গান গাইছে, এটা আমাদের জন্য ভালো একটি দিক। কিন্তু কষ্ট লাগে যখন শুনি শিল্পীরা গানগুলো গাইছে ভুল লিরিকে। একটা গানের প্রাণ হচ্ছে লিরিক।
আর যখন সেটা ভুল করে গাওয়া হয় তখন ওই গীতিকারের কষ্ট লাগাই স্বাভাবিক।
নতুন কী করছেন?
মাঝে অনেক দিন দেশের বাইরে ছিলাম। শাহ আবদুল করিমের ওপর নতুন একটি অ্যালবাম করার ইচ্ছা আছে। এবার ইচ্ছা আছে শাহ আবদুল করিমের অপ্রকাশিত কিছু গান দিয়ে একটি অ্যালবাম করব।
* আলী আফতাব
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।