আমার পোস্ট গুলো পড়ার অনুরোধ রইলো
কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, “রাজাকারের ফাঁসির রায় শুনে খালেদা জিয়া শোকে পাথর হয়ে গেছেন। তাই রায়ের পর কোনো প্রতিক্রিয়া দিতে পারেনি। ” তিনি বলেন, “মানুষ যেমন অল্প শোকে কাতর, অধিক শোকে পাথর। খালেদা জিয়া এত শোক পেয়েছে যে শোকে তিনি পাথর হয়ে গেছেন। তাই তিনি আর কথা বলতে পারছেন না।
তাই তিনি কোনো প্রতিক্রিয়াও দিতে পারছেন না। ”
বুধবার দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে বৃহস্পতিবার ১৪ দলের মানববন্ধন সফল করতে মহানগর ১৪ দল আয়োজিত বৈঠকে তিনি এ মন্তব্য করেন। বাংলাদেশে আওয়ামী লীগ রাজাকারদের কবর দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে মন্তব্য করে মতিয়া চৌধুরী বলেন, “মাত্র এক জনের রায় হয়েছে। পর্যায়ক্রমে সবকয়টি রাজাকারের বিচার হবে। এক জন রাজাকার অবশিষ্ট থাকা পর্যন্ত এ বিচার চলবে।
রাজনৈতিক এজেন্ডা বস্তবায়নে যুদ্ধাপরাধীদের বিচার জনগণ মেনে নেবে না’ বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের এমন বক্তব্যের জবাবে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, “মুক্তিযুদ্ধও ছিল রাজনীতি। খবরের সূত্র এই লিংকে
জনগণের অধিকার আদায়, শোষণ থেকে মুক্তি পেতে বাংলার মানুষ নিজেদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা করতে ৯ মাস যুদ্ধ করেছে। এ বিচারও দলের নয়, জনগণের রাজনৈতিক এজেন্ডা। ” এ বিচারে রাজনৈতিক হিংসা চরিতার্থ করতে করা হচ্ছে না। এ বিচার প্রক্রিয়া সর্ম্পূণ নিরপেক্ষ বলেও দাবি করেন তিনি।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেন, “জামায়াত যুদ্ধাপরাধীদের রক্ষা করতে বিএনপি ঘোমটা খুলে মাঠে নেমে গেছে। একটি মাত্র রায়ই শেষ নয়, বার বার রায় হবে। সব যুদ্ধাপরাধীদের বিচার হবে। ৭১ এর রক্ত শহীদদের বৃথা যেতে পারে না। ” ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।