আমাদের কথা খুঁজে নিন

   

অরণ্য-তার ছিড়ে গেছে

এই বৃষ্টি ভেজা রাতে তুমি নেই বলে...সময় আমার কাটেনা....

তার ছিড়ে গেছে স্নায়ুর চাপে ভুগছে শহর টা বিবর্ন আকাশ । শকুনের চোখ ছলোছলো করে মনের মৃত্যু দেখে। কান্না গুলো বেহায়ার মতো হাসতে থাকে। মাথার ভেতর তার গুলো ঠাস্ ঠাস্ করে ছিড়তে থাকে। আমার তার ছিড়ে গেছে আমাদের তার ছিড়ে গেছে তাদের তার ছিড়ে আছে যাদের তার ছিড়ে গেছে বুমেরাং এর মতো করে অসময় গুলো আসে ফিরে। যাচ্ছে তাই যখন খুশি বাজে মানুষের দেখা মেলে। বোধ গুলো সব উড়ে যায় বট গাছের ডালে। পা গুলোর খুব ইচ্ছে কারো গলা চেপে ধরে। আমার তার ছিড়ে গেছে আমাদের তার ছিড়ে গেছে তাদের তার ছিড়ে আছে যাদের তার ছিড়ে গেছে এ তারে মোদের সত্য লেখা আছে আমার কথা জড়িয়ে যাচ্ছে। অ্যালবাম-স্বপ্নচূড়া-৩/ তার ছিড়ে গেছে অরণ্য

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।