আমাদের কথা খুঁজে নিন

   

অর্ণব-সে যে বসে আছে

এই বৃষ্টি ভেজা রাতে তুমি নেই বলে...সময় আমার কাটেনা....

আপনারা কি জানেন?এই গান টার শুরুটা পুরা নিকলব্যাকের ফার এওয়ে গানটা থেকে কপি পেস্ট করা? সে যে বসে আছে সে যে বসে আছে একা একা রঙ্গীন স্বপ্নতার বুনতে সে যে বসে আছে ভরা চোখে জানালার ফাকে মেঘ ধরতে। তার গুনগুন মনের গান বাতাসে ঘোরে কান পাত মনে পাবে শুনতে তার রঙের তুলির নাচে মেঘেরা ছোটে চোখ মেলো যদি পার বুজতে। সে যে বসে আছে একা একা তার স্বপ্নের কারখানা চলছে আর বুড়ো বুড়ো মেঘেদের দল বৃষ্টি নামার তাল গুনছে। সেই গুনগুন মনের গান বৃষ্টি নামায় টপ টপ ফোটা পরে অনেকক্ষন সেই বৃষ্টি ভেজা মোরে ডাক দিয়েছে ভেজা কাক হয়ে থাক আমার মন। সে যে বসে আছে। অ্যালবাম-চাইনা ভাবিস অর্ণব

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।