এই বৃষ্টি ভেজা রাতে তুমি নেই বলে...সময় আমার কাটেনা....
চাইনা ভাবিস
চাইনা ভাবিস কথার রাজা আমি একা
আমার কথায় কান্না পাওয়া রাত্রি জাগা।
চাইনা ভাবিস এমন স্পষ্ট কথার খামখেয়ালী
চাইনা তোদের স্বপ্ন দেখার রঙ্গীন ডালি।
গাছের পাতা আলো ছায়ার তালে তালে
গল্প শোনায় ঘাস ফুলেদের কানে কানে।
তারার মেলা রাত্রি জেগে গল্প করে
খোপায় মেঠো স্বপ্ন বুনে একলা চলে।
খয়েরী সবুজ নীলচে হলুদ কমলা কালো
কেমন করে বলছে কথা বাসছে ভালো?
চাইনা কথা মেঘলা মনে লজ্জা রাঙ্গা
কেন আবার আপোষ করে নিয়ম ভাঙ্গা।
চাইনা আমি গান শোনাতে কাউকে তোদের,
আমি এখন শুনব বসে গল্প ওদের।
মিশে যাবে ওদের কথা চুপ কথা মন,
চাঁদ ডোবাজল ভাবনা গুলো করবে সহজ।
চুপটি করে তাইত ওদের শুনতে থাকি
আমার কথা তোদের জন্য জমিয়ে রাখি।
অ্যালবাম-চাইনা ভাবিস
অর্ণব
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।