আমাদের কথা খুঁজে নিন

   

অর্ণব-চিলতে রোদে

এই বৃষ্টি ভেজা রাতে তুমি নেই বলে...সময় আমার কাটেনা....

চিলতে রোদে চিলতে রোদে পাখনা ডোবায় মুচকি হাসে শহরতলী রোজ সকালে পড়ছে মনে এ কথাটা কেমনে বলি। বালিশ চাদর এপাশ ওপাশ একটু খানি গড়িয়ে নেওয়া আলতো ঘুমে দুঃখটাকে ক্ষানিক সুখের প্রলেপ দেওয়া। মাঝ দুপুরে হঠাৎ সে দিন আচমকা সব পড়ল মনে ব্যস্ত শহর ভীড় জমালো তাক বুঝে ঠিক ফেলল কোণে। রেতের বেলা একলা এখন জিরচ্ছে সব শহরতলী চোখ দুটো সব পরছে মনে এ কথাটা কেমনে বলি। অ্যালবাম-চাইনা ভাবিস অর্ণব

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।