আমাদের কথা খুঁজে নিন

   

এসো নভোচারী! মাটির কারাগারে...

দ্য ওয়ে আই ফিল ইট...

দারুণ বিস্ময়, শব্দমালার ঝরঝর ঝরে পড়া সুরের পারমানবিক দোলা চুলের মুঠি ধরে আমাকে ছুঁড়ে দেয় মেঘের পাথুরে জায়নামাজে সুরের ঈগল পরবাসী, যান্ত্রিক প্রাসাদে নির্বাসিত প্রেয়সীর হাত হয়ে ঝুপ করে গ’লে পড়ে সে বহুলকর্ষিত কর্ণকুহরে; শিলাবৃষ্টির মতো অঝোর জমাট বরফ তার উষ্ণ প্রস্রবণে গলতে থাকে নুনের অশ্রু সাগরে, ভালবাসার বিষণ্ন উত্তাপে... ভূগোলের সমস্ত আকাশ সৃজনীদের জন্মভূমি সুরের শুভ্র জাহাজ আটকে দিয়োনা কখনো দাগ-কাটা সীমান্ত পিলারের উটকো কারাগারে সমস্ত মাটির অণু-কণায় রক্তের খোরাক আমার ওহির মতো প্রশান্ত ঝর্ণাধারায় স্নান করে হিংস্র ক্ষুধার্ত হয়ে আছে সমগ্র আদিম হৃদয় আকাশ উপুড় করে দাও সালওয়া-প্যারাট্রুপার ধসিয়ে দাও প্রাক-সভ্য জনপদের ক্ষুধার পাহাড়... ডানা দুটো নক্ষত্রের তিমির অন্ধকারে ছড়িয়ে মাটির সামনে এসে দাঁড়াও তুমি, যাযাবর এইতো বাড়িয়ে দেয়া ইতিহাসের কুহক হস্তলিপি আমার হলুদ তালু শুকে দেখো মুদিত চোখে তীব্র জমে আছে শুধু মানুষেরই ঝাঁঝাঁল ঘ্রাণ আর রক্তের তাজা ধোঁয়া, গোলাপের শরাব জামে তবু প্রভাত লালিমার ঘুম ভাঙিয়ে চলে যাও তুমি অতিপ্রাকৃত নভোচারী হয়েই পরম তৃপ্ত হও...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।