পৃথিবীর একমাত্র কার্টুনিস্ট, যে কিনা সামহোয়ার ইন ব্লগে ব্লগিং করে...
এই ছড়াটির সাথে বাস্তবের কোন চরিত্রের মিল নেই, তাই কোন মিল খুজতে চেষ্টা করা অনর্থক। তারপরও যদি কেউ কোন মিল খুজে পান, সেটি হবে এই অলস সন্ধ্যায় শয়তানের কারখানায় উতপাদিত প্রোডাক্ট।
ধন্যবাদ।
....
অ্যালি আর ঢ্যালী
দুইটারে দেই গালি-
ব্লগে ছাড়ে আজাইরা পোস্ট
আমারই দুই শালি।
বিলাই যেমন হাগার পরে
গুয়েতে দেয় বালি,
এই দুইটাও তেমনি ভাবে
ব্লগায় হালি হালি।
কাজের লেখা কিছুই তো নাই
সবতো হুদাই ক্যাচাল,
সামনে পাইলে একটা একটা
ছিড়া নিতাম বাল।
ব্লগে আইসা এই দুইটায়
কামড়া কামড়ি করে,
মৌলিক-সুন্দর পোস্ট তো দে-
ঠ্যাং কাপে নি ডরে?
বেহুদা কেচাল ছাইড়া তোরা
এইবারে আয় লাইনে,
নাইলে বাইন্ধা পিটামু তোগো
আমার নিজের আইনে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।