পাশাপাশি এ সরকারে মেয়াদ শেষ হওয়ার আগেই দেয়া হবে মহার্ঘ্য ভাতার ঘোষণা।
বৃহস্পতিবার সচিবালয়ে গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নের সঙ্গে এক বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ কথা বলেন।
মুহিত বলেন, “চলতি অর্থবছরের বাজেটেই আমি স্থায়ী পে কমিশন গঠনের ঘোষণা দিয়েছিলাম। আগামী মাসেই সেটি ঘোষণা করা হবে। ”
সরকার পে কমিশনের সঙ্গে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য মহার্ঘ্য ভাতাও ঘোষণা করবে কি না জানতে চাইলে মুহিত বলেন, “হ্যাঁ, মহার্ঘ্য ভাতাও দেয়া হবে।
... আমরা তো আরো কিছুদিন আছি। আমাদের আমলেই মহার্ঘ্য ভাতা দিয়ে যাব। ”
বর্তমানে দেশে সরকারি কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা ১৩ লাখ। এর মধ্যে চাকরিতে সক্রিয় আছেন প্রায় ১১ লাখ। সর্বশেষ ২০০৯ সালের ১ জুলাই সরকারি চাকুরেদের বেতন-ভাতা বাড়ানো হয়।
গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নের চেয়ারম্যান মো. মোস্তফা কামাল, মহাসচিব এম এ আলীমসহ অন্য নেতারা অর্থমন্ত্রীর সঙ্গে এই বৈঠকে এই উপস্থিত ছিলেন। তারা মন্ত্রীর কাছে বেতন-ভাতা বৃদ্ধি, রেশন ও অবসরকালীন আর্থিক সুবিধার দাবি জানান।
জবাবে অর্থমন্ত্রী তাদের বলেন, সরকারের শেষ সময়ে এসে সব দাবি পূরণ করা কঠিন। তবে দুয়েকটি দাবি সরকার বিবেচনা করবে।
গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নের নেতারা সভায় ক্ষোভের সঙ্গে বলেন, দেশে ৪৬ হাজার ৮৭০ জন গ্রাম পুলিশ রয়েছে।
তারা মাসে মাত্র দুই হাজার একশ টাকা ভাতা পান।
মন্ত্রিসভার অনুমোদন পাওয়া আর্থিক প্রতিবেদন আইন-২০১৩ এর বিল সংসদের এ অধিবেশনেই উপস্থাপন করা হবে বলেও অর্থমন্ত্রী জানান। তবে একটি মহল আইনটি পাসের বিরোধিতা করছে বলেও জানান তিনি।
মন্ত্রী বলেন, “ফাইন্যান্সিয়াল রিপোর্টিং আইন ২০১৩ এর বিষয়ে ঘোরতর আপত্তি করছেন চার্টার্ড অ্যাকাউটেন্টরা। তারা যেসব ভুল-ত্রুটি করেন এবং ফাঁকি দেন তারা চান না সেটা ধরা পড়ুক।
কিন্তু সংসদের চলতি অধিবেশনেই এটি উপস্থাপন করা হবে এবং পাসও হবে। ”
গত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে আর্থিক প্রতিবেদনের বিষয়ে একটি অধ্যাদেশ জারি করা হয়েছিল। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ২০১০ সালে তা সংসদে উপস্থাপন করা হলেও পাস হয়নি।
মুহিত বলেন, চাটার্ড অ্যাকাউটেন্টদের বিরুদ্ধে যথেষ্ট অভিযোগ আছে।
“স্টক এক্সচেঞ্জের পক্ষ থেকে বলা হয়েছে, তারা (চাটার্ড অ্যাকাউটেন্ট) সব কিছু ধ্বংস করে দিচ্ছে।
তাদের রিপোর্টের সঙ্গে বাস্তবতার সম্পর্ক সব সময় থাকে না। তাদের অবশ্যই দায়িত্বশীল হতে হবে এবং নিয়ন্ত্রক কমিশনের কাছে দায়বদ্ধ করতে হবে”
গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নের চেয়ারম্যান মো. মোস্তফা কামাল, মহাসচিব এম এ আলীমসহ অন্য নেতারা এ বৈঠকে উপস্থিত ছিলেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।