আমাদের কথা খুঁজে নিন

   

ব্রাজিল-আর্জেন্টিনার ‘উন্নতি’

আর্জেন্টিনা ওপরে ওঠায় তিনে নেমে গেছে জার্মানি। এগিয়েছে ইতালিও; দুই ধাপ এগিয়ে চার নম্বরে অবস্থান করছে তারা। দুই ধাপ পিছিয়ে পাঁচ নম্বরে নেমে গেছে কলম্বিয়া। তবে শীর্ষস্থানে কোনো পরিবর্তন নেই; যথারীতি সবার ওপরে বিশ্ব ও ইউরোপ চ্যাম্পিয়ন স্পেন। সেরা দশে আরো কয়েকটি পরিবর্তন হয়েছে।

চার ও পাঁচ ধাপ এগিয়ে ছয় ও সাত নম্বরে উঠে এসেছে বেলজিয়াম ও উরুগুয়ে। আর চার ও দুই ধাপ অবনমন নয় ও দশ নম্বরে নামিয়ে দিয়েছে নেদারল্যান্ডস ও ক্রোয়েশিয়াকে। বৃহস্পতিবার প্রকাশিত এই র‌্যাঙ্কিংয়ে অবনমন হয়েছে বাংলাদেশেরও। সম্প্রতি শেষ হওয়া সাফ চ্যাম্পিয়নশিপে দুটি হার ও একটি ড্র করে গ্রুপ পর্ব থেকে বিদায় নেয়ার কারণে আট ধাপ পিছিয়ে ১৬৬ নম্বরে নেমে গেছে লোডভিক ডি ক্রুইফের দল। প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের সুবাদে সাত ধাপ এগিয়ে ১৩২ নম্বরে উঠে এসেছে আফগানিস্তান।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।