দ্য ওয়ে আই ফিল ইট...
অতঃপর সত্যিই একদিন
লাল জলাধারে জমা হলো
পাহাড় ফুঁড়ে নেমে আসা আটটি প্রস্রবণ
আর বাস্পের ডানায় ভেসে সবাই
উড়ে গেলো সবুজ তৃণভূমির ল্যাণ্ডস্কেপে
তবে ঘুরে আসা যাক কল্পজগত
ওখানে কংক্রিটের দলায় টেরাকাটা প্রত্নতত্ত্ব
সমাজ সভ্যতার কয়েক শতাব্দী
নিবিড় হয়ে জমে আছে
কৃত্রিম দেয়াল ঘেরা জনাকীর্ণ গুঞ্জনে
বাতাসে ইতিহাসের ঘ্রাণ
পোড়ামাটির আস্তর খসে উদ্দাম
পূর্বপুরুষের বৈভব পাণ্ডুলিপি
আর রোদের তীর্যক চাহনিতে
জ্বলজ্বলে জ্বলছে
আদিযুগের রহস্যময় হায়ারোগ্লিফিক্স
সময়ের তীক্ষ্ণ ঝটকায়
লহমায় পৌঁছি আমরা উত্তর আধুনিকে
ইতিহাসের ঘ্রাণমত্ত চোখে সামনে তাকাই
দেখি আকাশে চলেছে ভেসে দস্যু জাহাজ
চিৎকার হৈ চৈ-এ কোরাসবদ্ধ জেগে ওঠে
ঈষৎ প্রলম্বিত কৃত্রিম শহর
আর জলের গহীন থেকে বাতাসের পরমাণুতে
অবিরাম প্রতিধ্বনি তুলে ছড়িয়ে পড়তে থাকে
দানা দানা উচ্ছ্বল সময়...
সময়ের দখিনা বাতাসে
আমাদের খেয়া তরী আলগোছে পেরিয়ে যায়
উত্তর আধুনিক ঘ্রাণের পাহাড়...
এক নরম গোধুলিকে সারি রেখে
পশ্চিমাকাশ বিছিয়ে নিয়ে বসেছি ক’জন
দিগন্তে প্রচ্ছন্ন ভীষণ
সহস্র মিনারে সাজানো বাতাসের শিকাগো শহর
বিরতীহীন নিঃশ্বাসের ঢেউয়ে উড়ে গেলে সমস্ত প্রলাপ
কথা বলে মৌণ দিগন্ত বিশাল
অস্তিত্বের ক্ষুদ্রতায় হঠাৎ
দারুণ চুপসে পড়ি আমরা ক'জন...
ছবির জন্য কৃতজ্ঞতা[wjsK=http://www.alanlittle.org/weblog/photography.html]
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।