আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা, আর কত কাল আমি রব দিশেহারা।
ইংরেজী ভাষা সাহিত্যের অমর লেখক চার্লস ডিকেন্স এর জন্ম ১৮১২ সালের ৭ ফেব্রুয়ারী, পোর্টসমাউথ এ। সংসারের অবস্তা ছিল টানাটানির। প্রথমে একটি রুটির দোকানে কাজ নেন। এখানে কিছুদিন কাজ করার পর স্কুলে যাবার সুযোগ হয় তার।
স্কুলজীবন শেষে বেছে নেন সাংবাদিকতার কাজ। ১৮৩৬ সালে বিয়ে করেন তিনি।
বয ছিল তাঁর ছদ্মনাম। ১৮৩৬ সালে 'পিকউইক পেপার্স' ধারাবাহিকভাবে প্রকাশ হতে থাকায় আস্তে আস্তে জনপ্রিয়তা পান তিনি। ১৮৭০ সালের ৯ ই জুন তিনি মারা যান।
তাঁর বিখ্যাত বইগুলোর মধ্যে রয়েছে 'আ ক্রিসমাস ক্যারল', 'অলিভার টুইস্ট', 'ডেভিড কপারফিল্ড', 'আ টেল অব টু সিটিজ' ইত্যাদি। সেবা প্রকাশণী থেকে প্রকাশিত অনুবাদ গুলো থেকে পড়তে পারবেন উপন্যাসগুলি। আর ইংরেজীতে পড়তে হলে চলে যান [wjsK=www.gutenberg.org]
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।