আমাদের কথা খুঁজে নিন

   

বন রাজার পরিবারের ব্যাংক হিসাব তলব করেছে এনবিআর

সময়... অনাদি... হতে... অনন্তের... পথে...

কারান্তরীন বনভুমি উজাড়ের অন্যতম নায়ক দুর্নীতিবাজ সিলেট বিভাগীয় বন সংরক্ষক লস্কর মাকসুদুর রহমানসহ তার পরিবারের ব্যাংক হিসাব তলব করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আয়কর অধ্যাদেশ ১৯৮৪ এর ১১৩(এফ) ধারায় বনরাজা লস্কর মাকসুদের এই হিসাব তলব করা হয়েছে। এনবিআরএর কেন্দ্রীয় গোয়েন্দা শাখা থেকে দেশের সব বানিজ্যিক ও সরকারী ব্যাংক গুলোতে লস্কর মাকসুদুর রহমান, তার স্ত্রী মাহফুজা সুলতানা, কন্যা সাবুরা রহমান ও পুত্র মুশফিকুর রহমান নামে পরিচালিত ব্যাংক হিসাবের বিবরনী চেয়ে চিঠি দেওয়া হয়েছে। চিঠি পাওয়ার ৭ দিনের মধ্যে তাদের হিসাব দাখিল করার জন্য ব্যাংক কতৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের চিঠিতে তাদের নামে পরিচালিত ব্যাংকে চলতি হিসাব, ঋন হিসাব, মেয়াদী আমানত, বিদেশী মুদ্রার হিসাব, ক্রেডিট কার্ড হিসাব, সঞ্চয়ী হিসাব, ভল্ট ও লকার এবং সঞ্চয়পত্রসহ সব হিসাবের তথ্য চাওয়া হয়েছে।

প্রসঙ্গত, সিলেট বিভাগীয় বন সংরক্ষক লস্কর মাকসুদুর রহমানকে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগে গত ২৫ জুন সোমবার বিকাল ৫ টায় বাংলাদেশ চা গবেষনা কেন্দ্রের রেষ্ট হাউস থেকে গ্রেফতার করে যৌথ বাহিনী। সে সময় প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাড়ে ৩ কোটি টাকার অবৈধ সম্পদের কথা স্বীকার করেছিলেন লস্কর মাকসুদুর রহমান। লস্কর মাকসুদুর রহমান বিগত ২০০৫ সালের ২৮ নভেম্বর তারিখে সিলেট বন বিভাগে যোগদানের পর থেকে এক চেক ষ্টেশন হতে অন্য চেক ষ্টেশনে, একটি ভাল বিট হতে অন্য আরেকটি ভাল বিটে বদলী বানিজ্যে ও লাউয়াছড়া জাতীয় উদ্যানসহ সিলেট বিভাগের সংরক্ষিত বনাঞ্চলের মুল্যবান বৃক্ষ নিধন ও পাচারের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে । দুর্নীতিবাজ বন কর্মকর্তা লস্কর মাসুদকে গ্রেফতার করার পর ঢাকাস্থ সেগুন বাগিচার বাসায় অভিযান চালায় যৌথ বাহিনী। যৌথ বাহিনীর সদস্যরা তার বাসা থেকে বেশ কিছু কাগজ পত্র, সোনা ও নগদ টাকা জব্দ করেছে।

স্থানীয় সূত্রগুলো জানিয়েছে সেগুন বাগিচার তোপকানা রোডের নকশী টাওয়ারের ১৪তলা ভবনে ৪র্থ তলার ৪/ডি ফ্যাটে গত ২৫ জুন বিকেল সাড়ে ৫টার দিকে যৌথ বাহিনীর সদস্যরা প্রবেশ করে। ওইসময় যৌথবাহিনীর সদস্যরা ওই ফ্যাটের প্রতিটি কক্ষে ব্যাপক তল্লাশী চালায়। তারা বেশ কিছু কাগজ, গহনা ও নগদ টাকা উদ্ধার করে। জানা গেছে দুর্নীতিবাজ বনখেকো লস্কর মাকসুদুর ও তার স্ত্রী, ছেলে মেয়ের ব্যাংক হিসাব খতিয়ে দেখতে এনবিআর এর প থেকে দেশের বানিজ্যিক ও সরকারী ব্যাংক গুলোতে চিঠি পাঠানোর খবর শুনে বন বিভাগের দুনীর্তিগ্রস্থ কর্মকর্তাদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।