আমাদের কথা খুঁজে নিন

   

বাঘ -মহিষ এক ঘাটে জল খায় !

বন্ধ জানালা, খোলা কপাট !

টুপটুপ করে কতোগুলো দিন চলে গেল। খুব স্বল্প সময়ের জন্য ব্লগে ডুঁ মারলেও,পোষ্ট দেয়া হয়নি একটিও। ব্যস্ততা,ভীষণ ব্যস্ততা। ৪জুলাই লাষ্ট পোষ্টটি দিয়েছিলাম,২০জুলাই আজ। মাঝে কেটে গেছে ১৬ টি রাতদিন।

এই ১৬ দিনে শুধু পদ্মা-মেঘনা,যমুনা,কর্ণফুলীতে যে অনেক জল গড়িয়েছে তা না । ঘটে গেছে অনেক ঘটনা আমাদের এই দেশে এই সমাজে। রাজনৈতীক ঘটনাগুলো বেশ কৌতূহলোদ্দীপকও ! সম্প্রতি চাঁদাবাজীর মামলায় গ্রেফতার হলেন,আমাদের এক নেত্রী- শেখ হাসিনা। আমাদের আরেক নেত্রী খালেদা জিয়া তার মুক্তি চেয়ে দিলেন বিবৃতি। হৃদয়ছোঁয়া ভাললাগাময় বিবৃতি ! ভাললাগাময় এ জন্য যে,এরকম সংস্কৃতিতো আমাদের রাজনীতিকদের মাঝে দেখা যায় না।

এখন এই দুঃসময়েও যে অন্তত পরস্পরের প্রতি সহানুভূতি সেইবা কম কি ! একটা নজিরতো হলো। আমার কাছে মনে হয়েছে ,বোধকরি একেই বলে 'বাঘে-মহিষে এক ঘাঁটে জল খাওয়া !' আহা ! কি দিন এলো আমাদের ! আপনাদের কার কি মনে হলো,কেমন মনে হলো, একটু জানাবেন ?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।