আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা, আর কত কাল আমি রব দিশেহারা।
অত্যন্ত আনন্দের সাথে জানানো যাচ্ছে, সেপ্টেম্বর মাস থেকে ঢাকা-কোলকাতা সরাসরি ট্রেন সার্ভিস চালু হতে যাচ্ছে। আন্তর্জাতিক যোগাযোগের ক্ষেত্রে এ সার্ভিস চালু হলে দুই দেশের পক্ষেই তা সুবিধা হবে। বিমানের রিটার্ন এয়ার টিকিট এর ভাড়া প্রায় ৮০০০ টাকা। মধ্যবিত্ত মানুষের জন্য বাস সার্ভিস ই ভরসা। এতে প্রায় ১১/১২ ঘণ্টা লেগে যায়। ট্রেন সার্ভিস চালু হলে সাধারণ মানুষরা যাতায়াত করতে পারবে।
ভাড়া ধরা হয়েছে শোভন চেয়ার ৮ ডলার, শীতাতপ নিয়ণ্ত্রিত চেয়ার ১২ ডলার এবং শীতাতপ িস্লপার ২০ ডলার।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।