আমাদের কথা খুঁজে নিন

   

আমরা "চোর" কে হারিয়েছি

.......অতঃপর মৃত্যুর প্রতীক্ষা

এই জুলাইয়ে আমার ব্লগে আসা এক বছর পূর্ণ হলো। তখন শীর্ষ ব্লগার ছিলেন শোহাইল মোতাহির চৌধুরী। আমার প্রথম দিকের লিখাগুলোতে শুরুতে বাশ দিত চোর.....বিরক্ত হতাম......পরবর্তীতে দেখতাম আমার প্রতিটা লেখায় চোর প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে সমর্থন দিচ্ছে। এমনকি আমার নারী বিদ্বেষী লেখা গুলো পোস্টের সময়......চোর আমার বাক স্বাধীনতার পক্ষে রায় দিয়েছিল........তার পরেও নানা জায়গায় খোচা মারা বন্ধ ছিলনা..........হঠাত চোর কোথা থেকে আবিষ্কার করল আমি বুয়েটের......ভাবতে ভালোই লাগতো......তবে ভাব আর বাস্তবতা কখনই এক নয়.....সেটা আমার পূর্ববর্তী পোস্ট টা পড়লেই বুঝবেন আমি কোথাকার মানুষ। তারপরও চোরের মন্তব্য গুলোর কোন জুড়ি মেলা ছিল ভার.......এখনকার রসিক "মদন" কিছুটা সেই টাইপের.....এবং "মদন" কেই ব্লগার হিসেবে আমার পছন্দ। আস্ত আমার অপছন্দের তালিকায় থাকলেও চোর আস্তকে উদ্দেশ্য (যে কিনা প্রায় তার মেয়ের বয়সের) করে যেসব অশ্লীল ভাষা প্রয়োগ করেছিল.....তাতে চোরের আসল পরিচয় জানার পর আমার গায়ে কাটা দিয়েছে........ চোরের বয়স এখন চল্লিশের কাছাকাছি, বা চল্লিশ, উচ্চতা ৫'৪", বুয়েটের তড়িত কৌশলী, পি এইচ ডি। এসব তার সৃষ্টি "চোর" চরিত্রটার সাথে পুরোপুরি বমানান......জানি না পরিচয় বের হয়ে যাওয়ার লজ্জায় তিনি ব্লগ ছেড়ে গিয়েছেন কিনা..... এক মাস ধরে চোরকে খুজছিলাম......বহু দেরিতে হলেও আজ পড়লাম তার বিদায়ী পোস্টের পুরোটাই......পছন্দের তালিকায় ট্যাগ করে রাখলাম...... মেইল করেছি..জানিনা তিনি উত্তর দিবেন কিনা চোর আপনি কি এখনও ভিজিট করেন আমাদের এই প্রিয় ব্লগে......উকি দিয়ে দেখেন আমরা কি লিখছি?? কেমন আছি.......??

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।