আমাদের কথা খুঁজে নিন

   

A Dictionary of Received Ideas - গুস্তাভ ফ্লবের

© ২০০৬ - ২০১১ ত্রিভুজ

এই অদ্ভুত অভিধানটি আসলে গুস্তাভ ব্লবেরের অসমাপ্ত শেষ উপন্যাস 'বুভার ও পেকুশে' থেকে নেয়া। এটিতে এমন কিছু কথাবার্তা আছে যা আসলে আমাদের বাঙালি চরিত্রের সাথে বেশ মিল খায়। তাই ভাবলাম লিখে দেখি। গুস্তাভ ফ্লবের সম্পর্কে আরো কিছু বলতে গেলে একটি বইয়ের নাম বলতে হয়, তা হলো 'মাদাম বোভারি'। এক ধার্মিক ব্যাক্তির গীর্জার এক নানকে পছন্দ করে বিয়ে করে আনার পর তাদের পারিবারিক জীবন ফুটিয়ে তোলা সেই বইটি, যা নিয়ে ব্যপক সমালোচনার ঝড় বয়ে গিয়েছিলো।

সে কাহিণী পরে কখনো বলা যেতে পারে। আপাতত গুস্তাভ ফ্লবেরের এই অদ্ভুত ডিকশনারী থেকে মজার কিছু লাইন কোট কোট করবো। তার আগে এই বই সম্পর্কে আরো কিছু তথ্য দিচ্ছি-- The Dictionary of Received Ideas (in French, Le Dictionnaire des Idées Reçues) is a short satirical work collected and published in 1911-3 from notes compiled by Gustave Flaubert during the 1870s, lampooning the clichés endemic to French society under the Second French Empire. It takes the form of a dictionary of automatic thoughts and platitudes, self-contradictory and insipid. It is often paired with the Sottisier (a collection of stupid quotations taken from the books of famous writers). বিস্তারিত উইকিতে পাবেন। ---- The Dictionary of Received Ideas (in French, Le Dictionnaire des Idées Reçues) by Gustave Flaubert -=[১]=- আকাদেমি ফ্রঁসেজ (Academie Francaise): নিন্দে করবে, কিন্তু সেই সঙ্গে চেষ্টা করবে এর সদস্য হওয়ার। দুর্ঘটনা (Accident): সর্বদাই 'শোচনীয়' বা 'বিরক্তিকর', যেন একটি দুর্ঘটনাকেও আনন্দদায়ক হতে হবে।

অভিনেত্রী (Actrices): বাড়ির ছেলেদের বখিয়ে দেয়। দিনে ঘুমোয়, রাতে যাচ্ছেতাই করে, লাখ টাকার খানা খায়। এদের পরিসমাপ্তি হাসপাতালে। - 'মাপ করবেন। এদের মধ্যে কেউ কেউ আবার ভালো বাড়ির বৌ!' দালাল (Agent): খারাপ কথা।

উচ্চাশী (Ambitieux): প্রতিটি লোককে এই উচ্চাশী ব্যক্তিটিকে নিয়ে আলোচনা করতে হবে। 'আমার বাবা উচ্চাশা নেই', মানে লোকটি 'স্বার্থপর অথবা অক্ষম'। উচ্চাশা (Ambition): 'মহৎ' উচ্চাশা না ঞলেই 'পাগলের মতো' উচ্চাশা। আমেরিকা (Amerique): অবিচারের উদাহরণ। কলম্বাস সেটিকে আবিষ্কার করল, আর আমেরিকা নামটি এল কিনা আমেরিক ভেসপুস থেকে।

আমেরিকা আবিষ্কার না হলে আমাদের সিফিলিস হত না। আছাখোলা হয়ে প্রশংসা করতে হবে, বিশেষত সেখানে না গেলে। রাষ্ট্রনীতিতর স্বশাসন'-এর বিরুদ্ধে ভাষণ দিতে হবে। ইংরেজ (Anglais): ইংরেজ মানেই বড়লোক। আর্কিমিডিস (Archimede): এঁর নাম শুনলেই বলে উঠতে হবে 'ইউরেকা'! 'আমায় একটি ভরকেন্দ্র দাউ, আমি পৃথিবীটাকে তুলে ধরব্' আর কিছু জানার প্রয়োজন নেই।

টাকা (Argent): টাকা থাকলেই সুখী হওয়া যায় না। সমস্ত অশুভের উৎস। শিল্পী (Artistes): এদের সমস্ত কথা শুনেই হাসবে। রগুড়ের দল। উদাসীনতার মিথ্যে বড়াই।

এরা যে আর দশটা লোকের মতো কাপড়চোপড় পড়ে, না দেখলে বিশ্বাস হতে চায় না। মেয়ে শিল্পী মানেই বেশ্যা। শিল্প (Art): শিল্পচর্চার পরিসমাপ্তি হয় হাসপাতালে। কি কাজে লাগে? আজকাল তো যন্ত্রের সাহায্যে 'আরো ভালো ও দ্রুত' কাজ পাওয়া যায়। ডাকাত (Bandit): ডাকাতেরা সর্বদাই খুব হিংস্র হয়।

লাঠি (Baton): তলোয়ারের চেয়ে ভয়ানক। জুতো (Botte): জুতো পড়লে শীত করে না। বিখ্যাত ব্যক্তি (Calebrite): এদের সম্পর্কে ঠেস দিয়ে কথা বলতে হবে, এদের ব্যক্তিগত ছিদ্রান্বেষণ করতে হবে। ম্যুসে পয়লা নম্বরের মাতাল। বালজাকের গলা পর্যন্ত ধার।

ভিক্টর হ্যুগো কিপটের হদ্দ। ইত্যাদি। ব্যাঙের ছাতা (Champignon): একমাত্র বাজারের থেকে কেনা ব্যাঙের ছাতা খেতে হবে। -- বি:দ্র: এখানে অদ্ভুত বানানের ইংরেজী লিখলেও মূলত এগুলো ইংরেজী নয়, ফ্রেঞ্চ। পড়ে আপনার কাছে একটু বেখাপ্পা লাগতে পারে ।

ফ্রেঞ্চ টাইপে অক্ষমতার জন্য ক্ষমাপ্রার্থী।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।