আমাদের কথা খুঁজে নিন

   

আল কোরআন অমনিবাস ২

মেরেছিস কলসির কানা, তাই বলে কি প্রেম দিব না!

১. ইন্না দিয়ে শুরু হয়েছে ৪টি সুরা : ফাতহা, নুহ, কদর, কাওসার ২. কুরআনে বণিত সবচেয়ে বড় প্রাণী হাতি ৩. সবচেয়ে ছোট প্রাণী মশা ৪. সুরা তাকবীরের আয়াত সংখ্যা সমস্ত সুরার সমান সংখ্যক অর্থাত ১১৪টি ৫. এক অক্ষরের মাত্র তিনটি সুরা আছে- কাফ, সোয়াদ, নুন ৬. সুরা হামদকে বলা হয় মাদার অব কোরআন ৭. মক্কী সুরা ৮৬টি, মাদানি ২৮টি ৮. সুরা আল হ্বজে আল্লাহর নাম ৫ বার পুনারাবৃত্ত হয়েছে ৯. সুরা হাদীদের নাম হয়েছে ধাতুর নামে ১০ পবিত্র যুদ্ধের নামে নাম সুরা আহজাব ১১. সুরা তওবা বিসমিল্লাহ দিয়ে শুরু হয়নি ১৪.সুরা তৌহিদকে কোরআনের এক তৃতীয়াংশ মানা হয় ১৫. সুরা নমলে দুইবার বিসমিল্লাহ আছে ১৬. সুরা মুয়াদালায় প্রতিটি আয়াতে আল্লাহর নাম পুনরাবৃত্ত হয়েছে ১৭. সুরা মুলক ও ফুরকান, তাবারাকাল্লাজি দিয়ে শুরু হয়েছে ১৮. ৩০তম পারায় ৩৭টি সুরা আছে ১৯. সুরা তৌহিদে প্রতিটি আয়াত দাল দিয়ে শেষ হয়েছে ২০. সুরা নেসায় বিবাহ সম্পর্কে আলোকপাত করা হয়েছে

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।