আমাদের কথা খুঁজে নিন

   

ইহা কীসের আলামত!

কত প্রতীক্ষা গেল হলো না সূর্যোদয়

লোম বাচিতে বাচিতে কম্বল উজার হইবে কীনা এ বিষয়ে একটা পোষ্ট দিয়েছিলাম। আজ আবার নতুন করিয়া ভাবিতে হইতেছে বিষয়টি সর্বৈব সত্য কীনা? শেখ হাসিনাকে জেল হাজতে পাঠানো হইয়াছে। লক্ষন শুভ। খালেদা জিয়াকেও কয়েকদিনের মধ্যে একই জায়গায় পাঠানো হইবে। লক্ষন আরও শুভ।

এত সব শুভ লক্ষন যে কারনে সম্পাদিত হইতেছে তাহা কী আদৌ কোনদিন বাস্তবায়িত হইবে। প্রধান উপদেষ্টা বলিয়াছেন দেশকে সত ও যোগ্য নেতৃত্বের হাতে তুলে দিয়েই তারা ক্ষমতা ছাড়িবেন। খুউব ভালো কথা। শুনিলেই প্রান জুড়াইয়া যায়। কিন্তু সমস্যা হইল সত ও যোগ্য নেতৃত্ব পাওয়া যাইবে কোথায় আমাদের সাদা চোখে সত ও যোগ্য নেতৃত্ব তো আমরা দেখি না।

তাহাদের কালো চোখ। তাহাদের দৃষ্টিশক্তিও আমাদের চাইতে অনেক বেশী। কাজেই তাহারা সত ও যোগ্য নেতৃত্ব তাহাদের কালো চোখ দিয়া দেখিতেও পারেন এবং তাহাদের হাতে ক্ষমতা বিধিবদ্ধভাবে (ভোটের!) হস্তান্তরও করিতে পারেন। আমাদের তাহাতে কী? আমাদের কষ্ট হয় এক দেড় বতসরে তো আর সত নেতৃত্ব জন্ম দেওয়া সম্ভব নয়। তাহলে এই জাতির ভার তাহারা কাহাদের উপর ছাড়িয়া দিবেন? সবচাইতে ভালো হয় নতুন প্রজন্মকে সত রাজনীতির পাঠদান করাইয়া, তাহাদেরকে নতুনভাবে পূনর্জন্ম দিয়া, যোগ্য করিয়া গড়িয়া তুলিয়া তাহাদের হাতে ক্ষমতা হস্তান্তর করা।

ইহাতে কত যুগ যায় যাউক। তাহাতে আমাদের মত সাদা চোখের মানুষদের কীইবা যায় আসে। আলামতও কী সেইরকম কিছু? হইলে মন্দ হয় না!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।