আমাদের কথা খুঁজে নিন

   

কান পেতে রই

পাগলামীর ভাবসম্প্রসারন....

আমি কান পেতে রই ও আমার আপন হৃদয় গহনদ্বারে বারে বারে কান পেতে রই... কোন গোপন বাঁশির কান্নাহাসির গোপন কথা শুনিবারে... ভালবাসি তোমাকে.. কয়েকটা কথাই তো, আর কিছু তো নয়! তাই কি? অনুভাবে জানি - ভালবাসা কি... অনুভব না থাকলে কিচ্ছু না... একদিন বলেছিলে... ভালো থেকো। বললাম হাসতে হাসতে.. এটা কি বলার কিছু? জানিই তো... বলেছিলে জানি আমরা পরস্পরের ভালই চাই... কিন্তু তারপরেও বলার কারনে ভালো লাগবে... ভালো থেকো... বোঝাতে পারব না কতটা ভালো লেগেছিল.. তাই বলা ভালবাসি.. শত কোটি বার.. কারন কত ভাল যে বাসি তা এই ছোট্ট একটা শব্দ দিয়ে কি বোঝানো যায়??? I care for you more than anything in this world... গানটা পাবেন এখানে.. বন্যা, সাদি আর কাদেরীর গলায়... বন্যা কাদেরী সাদী

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।