আমাদের কথা খুঁজে নিন

   

১২ বছর পর কথা হলো স্কুলের বন্ধুর সাথে

হুশিয়ারি :- আমার ব্লগে কেউ সাহিত্য খুইজেন না । ইহা একটি মাকাল পরিবেশনা।

জাফর আমার স্কুলের বন্ধু। একসাথে সিক্স থেকে এস.এস.সি পর্যন্ত পড়েছি। পরবর্তীতে দুজনের কলেজ ভিন্ন হওয়াতে আর দেখা হয়নি।

তখন মোবাইল-টোবাইল বলে কিছু ছিল না। স্কুলের অনেক বন্ধুর মতো জাফরও আস্তে আস্তে হারিয়ে গেলো। একদিন রাতে আড্ডা দিচ্ছি। রিয়াজ বলে, তোর জাফরের কথা মনে আছে ? আমাদের স্কুলের জাফর ? - আছে। কেরানীগঞ্জের জাফর ? জাফর আহমেদ ওসমানী ? - হ্যা, আজ আমারে ফোন দিছিলো।

আমি তো পুরা অবাক ! আরিফের থেকে আমার ফোন নম্বার নিছে। চাকরী করতেছে ভালোই আছে। - ওর নম্বরটা দে। হ্যালো জাফর ! - কে বলছেন ? - আমি (আমার নাম), আমাদের স্কুলের (আমার পুরা নাম) - আরো দোস্ত তুই ! কেমন আসোছ ? নাম্বার কই পাইসোছ ? এখন কি করতাসোছ ? ...... নিমিষের মধ্যেই শত প্রশ্ন করে ফেললো। কথা বলার স্টাইল সেই আগের মতই আছে, কেরানীগঞ্জের আঞ্চলিক টান এখনো যায়নি।

কথা হলো অনেকক্ষন। এখন দেখা পেতে আরো কত দিন অপেক্ষা করতে হয় কে জানে ? স্মৃতি : ২৫ এপ্রিল ২০০৭ইং, বুধবার।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।