"পসার বিকিয়ে চলি জগৎ ফুটপাতে, সন্ধ্যাকালে ফিরে আসি প্রিয়ার মালা হাতে"
লক্ষণ-রেখা
ভালবাসার ঘরে দোহাই টানছো কেন লক্ষণ-রেখা,
তুমি ছাড়া এই জীবনে আর কী পাবো নারীর দেখা?
আসতে পারে রেখার কাছে সুন্দরী কোন সুপর্ণখা;
বলতে পারে হেসে হেসে তুমিই আমার প্রিয় সখা।
হাত বাড়িয়ে ধরতে যাব এমন বোকা ভাবছো কেন?
সীতার মতো করবে হরণ রামায়নের সে রাবণ যেন!
ভালবাসা বেজায় নরম সদ্যফোটা ফুলের মতন;
তুমি পাশে থাকলে বেশ ফুরফুরে সে তাজা তখন।
হাত ছোঁয়ালে বোঝে আদর, লাজে রাঙ্গা কোমল অধর,
সোহাগ পেলে চোখ মেলে চায় ভাঙ্গলে বাসর শেষপ্রহর।
ভালবাসার ঘরটা মোদের থাকুক না হয় যেমন আছে;
লক্ষণ-রেখা ছাড়াই যেমন ছিলাম দুজন মনের কাছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।