আমাদের কথা খুঁজে নিন

   

আজ দিদির গায়ে হলুদ

আমি অবশ্যই সঠিক পথে হেঁটেছি, যে পথে আমি শত সহস্র মানুষের পেছনে হেঁটেছি। দিদি আজ তুমি, চাঁদের মোহ ভরা খনিক আলোতে নয় কাঁচা হলুদের সোনার রংয়ে সাজলে, তোমার আঙ্গিনায়। কাঁঠাল পাতায় লিখে দিলে ডাকবে তারে "ওগো" বলে বউ হবে তার ছোট ঘরটা আলো করে। সকাল বেলায় জাগাবে তারে তোমার, ছোট সেই, মন ভোলানো আবদারে। দিদি আজ সকালে মোরগ ডাকা সে ভোরে বলেছে সে মোরে ঐ আড়ালে ডেকে চুপিসারে "তার ঘরটা বড্ড অগোছালো যেন বকে দাও তুমি তারে ঘর গোছানোর ছূঁত ধরে।" সে হাঁসবে তোমার বকায়, চুপিসারে, তোমায় ভালোবেসে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।