আমাদের কথা খুঁজে নিন

   

ছিঃ ছিঃ ৯৪তম জন্মদিনে জ্যোতি বসুকে নিয়ে এরকম করাটা ঠিক হচ্ছে কি ?

দেখিয়া শুনিয়া ক্ষেপিয়া গিয়াছি ,তাই যাহা আসে কই মুখে ।

ছিঃ ছিঃ ৯৪তম জন্মদিনে জ্যোতি বসুকে নিয়ে এরকম করাটা ঠিক হচ্ছে না । এ তো ভালবাসা নয় , দুমড়ে-মুচড়ে মেরে ফেলবার জোগার । পথের পাঁচালীর এহেন কাজ একদম ঠিক হচ্ছে না । আমি এর নিন্দা করছি।

আর জ্যোতি বাবুও পারেন ,এ বয়সে এ সবে সায় দেন কি ভাবে । আপনি না একজন কমিউনিস্ট ? কমিউনিস্টরা এই সব কখনো করে নাকি ,একথা আপনিই তো সবসময় বলেন । আর পথের পাঁচালী যে আপনাকে পণ্য তৈরি করছে ,এই জিনিসটা আপনি বুঝছেন না ? জ্যোতি বাবু ,আপনি বলুনতো ,পথের পাঁচালীর নেত্রী আজকে যে ভাবে মানুষ দের লাইন দিয়ে আপনাকে র্দশন করাছিল, দেখে মনে হছিলো না? মেলার সেই গঙ্গা-যমুনা দেখার কথা ? আপনার ব্যহারের জিনিস পত্র ওই সংগঠনের থেকে সাবধানে রাখবেন ,কেন জানিনা আমার ভালো ঠেকছে না । বয়স হয়েছে তো । আর আজকে বুদ্ধিজীবিদের হুড়হুড়ির বুদ্ধি দেখে আমি তো আরো অবাক হলাম ।

আপনার সাথে মানুষের ছবি তোলার যে কি হিরিক ,সত্যি পারিনা । আমরা সাধারন মেহনতি মানুষ আপনাকে ভগবানের আসনে দেখতে চাই না । আপনি আমাদের লোক । আমাদের মানুষ । জ্যোতি বাবু ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।