কাব্য-দিনের কথাঃ স্পর্শের আগুনে! অন্যদিগন্ত: www.fazleelahi.com
যখনি ঝর ঝর ঝর্ণা নামে
আকাশের বুক থেকে শুস্ক এ ধরাধামে,
তখনি নতুন সাঝে
তরু-লতা প্রাণী মাঝে;
বিচ্ছুরিত হয় জীবন আলোক
অসীম দয়ালু তুমি প্রতিপালক।।
যখনি সূর্য উঠে রোজ প্রভাতে
আঁধার সরিয়ে হাসে চন্দ্র রাতে,
তখনি ফুলেরা ফোটে, পাখি গান গায়
শ্রমে-বিশ্রামে প্রাণী জীবন সাজায়;
অন্তরে-বন্দরে জাগাও পুলক
অসীম দয়ালু তুমি প্রতিপালক।।
ছাড়তে হবেই ধরা তবুও আশা
প্রতিদিনই বাঁধি মোরা নতুন বাসা।
যখনি জীবনটারে মনে হয় ভুল
নিরাশার ঢেউ এসে ভেঙ্গে দেয় কুল,
কোথাও অসীম দুখে সাধনা ধুম
কোথাও অঢেল পাওয়া, বিলাস-যুলুম;
সান্ত্বনা বিচারের অনন্তলোক
অসীম দয়ালু তুমি প্রতিপালক।।
০৭.০৭.২০০৭
মদীনা মুনওয়ারা, সৌদি আরব।
ছবির জন্য কৃতজ্ঞ যেখানে ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।