আমার বাংলা চর্চা কেন্দ্রে স্বাগতম
আমাদের বাসায় আজরাতে ৪ টা নাইটকুইন ফুটেছে। আমিই ওদের রাজা আজ। আজ আমার চার-চার টা রাণী । আগেরকার দিনের প্রবাদ ছিলো একটা নাইট কুইন গাছে বছরে একটার বেশি ফুল ফোটেনা! কিন্তু আবহাওয়ার পরিবর্তন হচ্ছে মনে হয়। কিছুদিন আগে খবর শুনছি কক্সবাজারের এক বাসায় ১২৭ টি নাইট কুইন ফুটেছিলো।
আজব!!! আজ সারারাত ফুলগুলোর ছবি তুলেছি,দেখেছি, রাণীদের ছুয়েছি ইচ্ছেমতন। এখন এর মাঝ থেকে আমার সবচেয়ে সুন্দর ২ রাণীর ছবি পোষ্ট করলাম। সুন্দর না? ওদরে পারফ্যুম এর সুগন্ধ পোষ্ট করতে পারলাম না। তবে দোষ আমার না। কারন সাম হয়্যার ইন ব্লগ এই প্রযুক্তিনাই !!! আজব!!! এখন বাজে ভোর ৫ টা।
এখন ফুলগুলো নেতিয়ে পড়ছে । আসলেই রাতের রানী।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।