একজন আমি, একজন হারিয়ে যাওয়া এবং একজন দূর প্রবাসী
সেই ছেলেটি
এই গ্রামের এতিম ছেলে সে যে
ছোট্ট ছেলে রতন,
সবাই তাকে করেছে হেলা
কেউ করেনা যতন।
এইতো সেদিন দেখতে পেলাম
হাঁটছে খালি পায়ে,
পৌষ মাসের ঐ দারুন শীতে
নেই কো কিছু গায়ে।
বুকের মাঝে দু হাত রেখে
থর থরিয়ে কাঁপছে,
আমায় দেখে সেই ছেলেটি
মুখ বাঁকিয়ে কাঁদছে।
তাকে দেখে আমার ভীষণ
কান্না পেল ভাই,
ভাবলাম আমি তার মত
দুঃখি কেউ নাই।
সাধ ছিল যে দেবার কিছু
সাধ্য আমার নাই,
সখ করে যে শার্ট কিনেছি
দিয়ে দিলাম তাই।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।